১০ দিন আগেও ‘বুড়ো’ বলতো, এখন বলে ‘অভিজ্ঞ’: ফিঞ্চ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং

২১ জুন ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া দল নিয়ে নানান সমালোচনা ছিল। ডেভিড ওয়ার্নারের অফ ফর্ম বা স্টিভ স্মিথের দলে থাকা নিয়েও ছিল প্রশ্ন। এর পাশাপাশি অজি মিডিয়ায় 'বুড়ো' তকমা পেয়েছেন দলটির ক্রিকেটাররা। আসরে সেমিফাইনালে ওঠায় এখন অবশ্য ‘বুড়ো’ কথার বদলে ‘অভিজ্ঞ’ শুনছেন অ্যারন ফিঞ্চরা।


অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ ছাড়াও মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডদের প্রত্যেকের বয়সই ৩০ পেরিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারার পর বয়স নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে তাদের নিয়ে।


promotional_ad

সেই অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সুপার টুয়েলভে ইংল্যান্ড ছাড়া সব দলের বিপক্ষেই জিতেছে অ্যারন ফিঞ্চের দল। এ কারণেই সমালোচনার বদলে প্রশংসা শুনছেন ফিঞ্চরা।


আরো পড়ুন

বোল্যান্ডের শতবছরের রেকর্ডের দিনে বিপর্যয়ে অস্ট্রেলিয়া

১৭ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর বোল্যান্ডের উদযাপন

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলার আগে ফিঞ্চ বলেন, ‘বিষয়টা এমন যে, কোনো টুর্নামেন্ট শুরুর আগে আপনি নানান মন্তব্যই শুনতে পাবেন। যেখানে আপনার সম্ভাবনা শেষ বলা হবে। তবে সবকিছু যেভাবে বদলায়, তা অবশ্যই বেশ মজার। দশ দিন আগেও আমরা ছিলাম বুড়োদের দল। আর এখন আমরা নাকি অভিজ্ঞ দল।’


তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমার দলের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয় না, আমরা কখনও অতি আত্মবিশ্বাস বা বাড়তি আশা করছি। আমরা এখানে এসেছি বিশ্বকাপ জেতার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এবং এখনও সেই সম্ভাবনা রয়ে গেছে।’


এবারের আসরে দলগতভাবে দারুণ পারফর্ম করছে অস্ট্রেলিয়া। আসরে দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার, মার্শ করেছেন একটি হাফ সেঞ্চুরি। বাকিরা হাফ সেঞ্চুরি না পেলেও দল জেতাতে অবদান রেখে গেছেন।


এই আসরে অজিদের হয়ে সর্বোচ্চ ছয়টি ছক্কা হাঁকিয়েছেন ফিঞ্চ। উইকেটের পেছন থেকে ওয়েড লুফে নিয়েছেন আটটি ক্যাচ। ১১ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball