promotional_ad

৭ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে সুজন, খোশগল্পের সঙ্গী সালাহউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন

৩ ঘন্টা আগে
৬০ রানের ইনিংস খেলার পথে লিটন, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টি বিশ্বকাপ, স্বপ্নভঙ, হতাশা, হতশ্রী পারফরম্যান্স। এই শব্দগুলো থেকে বাংলাদেশকে আলাদা করার উপায় নেই। সময় বদলেছে, ভেন্যু বদলেছে, এমনকি শহরও বদলেছে। তবে বদলায়নি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা। গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে যতটা উন্নতি হয়েছে টি-টোয়েন্টিতে যেন ঠিক ততটাই পিছিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলে ৮ ম্যাচ খেলে ৬টিতেই হেরে শূন্য হাতে বাড়ির ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।


প্রখর রোদের উত্তাপ থাকলেও বাংলাদেশের এমন পারফরম্যান্সের পর অনুমেয়ভাবেই নিরব মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আপাতত ছুটিতে আছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এনসিএলে ব্যস্ত থাকায় গেল কয়েকদিনে আনাগোনা নেই অন্য ক্রিকেটারদেরও। বিশ্বকাপের ব্যর্থতা শেষে বাংলাদেশের পরবর্তী মিশন ঘরের মাঠে পাকিস্তান সিরিজ। বাবর আজমদের বিপক্ষে খেলতে নামার আগে আগামী ১২ নভেম্বর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে পুরো দল।


অনুশীলন ক্যাম্প শুরুর দিন পাঁচেক বাকি থাকলেও রবিবার সকাল ৯ টা পেরিয়ে মিরপুরে চোখ রাখতেই দেখা মিলল সাত ক্রিকেটারকে। যেখানে পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি, তানভির ইসলাম সঙ্গে দেখা মিলল নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপে ভালো করতে না পারায় পাকিস্তানের বিপক্ষে দেখা যাবে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে।



promotional_ad

রবিবার ইমন, শান্ত, হৃদয়দের দেখে আঁচ করা যেতেই পারে পাকিস্তান সিরিজের স্কোয়াডে কারা থাকছেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এবং ঢাকা প্রিমিয়ার লিগে পাওয়ার হিটিং দিয়ে নজর কেড়েছিলেন ইমন। যে কারণে লিটন-সৌম্যদের ব্যর্থতায় বাঁহাতি এই ব্যাটারকে ভাবা হচ্ছে ওপেনিংয়ের নতুন সেনসেশন। পাকিস্তানের বিপক্ষে দেখা যেতে পারে হৃদয় কিংবা সাইফদেরও।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

মিরপুরে মাঠে নেমেই খানিকটা রানিং করে নিলেন সাত ক্রিকেটার। তাদের পর্যবেক্ষণ করতে এদিন মাঠে ছিলেন খালেদ মাহমুদ সুজন ও মিজানুর রহমান বাবুল। কদিন আগেই জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন সুজন। দায়িত্ব পেতে না পেতেই ইমন-শান্তদের নিয়ে মাঠে নেমে পড়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


রানিং শেষে দুই দলে ভাগ হয়ে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন ইমন-শান্তরা। মিরপুরের অ্যাকাডেমি মাঠে সাইফের সঙ্গী ছিলেন হৃদয়। এদিকে ইনডোরে শান্তর পাশের নেটে ব্যাটিং করেছেন ইমন। তাদের বোলিং করেছেন কামরুল ইসলাম রাব্বি, তানভির ইসলামরা। কখনও সুজন আবার কখনও বাবুল ব্যস্ত ছিলেন শান্ত-ইমনদের ভুল শুধরে দিতে। পেসারদের বিপক্ষে লেগ সাইডে শট খেলতে গিয়ে বারবারই বিপাকে পড়ছিলেন ইমন। সেটা শুধরে দিতেই এগিয়ে যান বাবুল। বারবার বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় সমস্যা হচ্ছে।


এনসিএলের এবারের আসরে ব্যাট হাতে সময়টা দারুণ কেটেছে শান্তর। রান তোলার টোটকা জানতেই যেন শান্তর সঙ্গে একান্ত আলাপ সেরে নিচ্ছিলেন ইমন। শান্ত-ইমনদের নিয়ে এসে সুজন-বাবুলরা মিরপুরে যে উত্তাপ ছড়িয়েছেন সেটা আরও খানিকটা বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহউদ্দিন। সাকিব আল হাসান-তামিম ইকবালের গুরুকে বলা হয়ে থাকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবথেকে সফলতম কোচ।



গণমাধ্যমের গুঞ্জন সালাহউদ্দিনকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। এমন প্রস্তাবের পর আজই প্রথম মিরপুরে পা রেখেছেন তিনি। মাঠে প্রবেশ করতেই শাহরিয়ার নাফিসের সঙ্গে খানিকটা আলাপ সেরে নেন। ঘরোয়ার সফলতম কোচকে দেখে টোটকা নেয়ার লোভ সামলাতে পারেননি শান্ত। পাকিস্তান সিরিজে কিভাবে আরও বেশি রান করা যায় সেই টোটকাটাই যেন নিয়ে রাখছেন বাঁহাতি এই ব্যাটার।


তাদের গল্প চলতে চলতেই যোগ খালেদ মাহমুদ সুজন। শান্তর সঙ্গে আলাপ সেরে সুজনের কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছিলেন সালাহউদ্দিন। তবে কি সহকারী কোচ হওয়ার প্রস্তাবে রাজি হওয়ার কথাটাই সুজনকে আগাম জানিয়েছিলেন রাখলেন তিনি?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball