নেদারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডের বিশ্বকাপ শুরু

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
২৩ মে ২৫
ডাবল হ্যাটট্রিক করে নেদারল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েছিলেন কুর্টিস ক্যাম্ফার। তাঁর সঙ্গে মার্ক অ্যাডায়ারও বল হাতে ছিলেন দুর্দান্ত। এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিততে বাকি কাজটা সারেন আয়াল্যান্ডের ব্যাটসম্যানরা। গ্যারেথ ডেলানি ও পল স্টার্লিংয়ের ব্যাটের ওপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশরা।
জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা প্রত্যাশীত করতে পারেননি কেভিন ও’ব্রায়েন এবং স্টার্লিং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২৭ রান। ও’ব্রায়েন ৯ রান করে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। তিনে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।
যদিও চারে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ডেলানি। তবে মাত্র ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর। ২৯ বলে ৪৪ রানের ইনিংস খেলার দিনে পাঁচটি চার ও দুটি ছক্কা মেরেছেন ডানহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত স্টার্লিং অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়েছেন বেন কুপার। এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি কাজে আসেনি।
তিনে নামা বাস ডি লিড সাজঘরে ফিরিছেন ১১ বলে ৭ রান করে। চারে নামা কলিন অ্যাকারম্যান প্যাভিলিয়নের পথে হাঁটেন ১৬ বলে ১১ রানের ইনিংস খেলে। যদিও শুরুতে আম্পায়ার তাঁকে আউট দেননি। এমন সময় রিভিউ নিয়ে অ্যাকারম্যানকে সাজঘরে পাঠায় আইরিশরা।
পরের বলে রায়ান টেন ডেসকাটকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ক্যাম্ফার। স্কট এডওয়ার্ডকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন ডানহাতি এই পেসার। ভ্যান ডার মিরউইকে প্যাভিলিয়নে ফিরিয়ে টি-টোয়েন্টির তৃতীয় বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। এর আগে এমন কীর্তি গড়েছেন লাসিথ মালিঙ্গা ও রশিদ খান।
নেদারল্যান্ডের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান ম্যাক্স ও ডোড ফেরেন ৪৭ বলে ৫১ রান করে। শেষ দিকে অধিনায়ক পিটার সেলারের ২১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান করে নেদারল্যান্ড। আইরিশদের হয়ে কাম্ফার চারটি ও অ্যাডায়ার নিয়েছেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ড- ১০৬/১০ (২০) (ডোড ৫১, সেলার ২১, ক্যাম্ফার ৪/২৬, অ্যাডায়ার ৩/৯)
আয়ারল্যান্ড- ১০৭/৩ (ওভার ১৫.১) (ডেলানি ৪৪, স্টার্লিং ৩০*, সেলার ১/১৪)