promotional_ad

১৫-৩৫ শতাংশ বেতন বাড়ছে ক্রিকেটারদের

বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

ভেন্যু সংকটে পিছিয়ে যাচ্ছে বিসিএল, শুরু ১৫ জুন

১২ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

লম্বা সময় ঝুলে থাকার পর বুধবার (১ সেপ্টেম্বর) বোর্ড মিটিং শেষে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়েছে ২৪ ক্রিকেটারকে।


এদিকে এবারের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন ১৫-৩৫ শতাংশ বৃদ্ধি করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তবে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটাররা বাড়তি বেতন পাবেন না। 


আকরাম বলেন, ‘সাধারাণত আমরা ১৬-১৭ জন রাখি কিন্তু এবার কোভিড পরিস্থিতির কারণে আমরা তাদের অণুপ্রাণিত করছি। খেলোয়াড়রা যদি ভালো খেলে তাহলে অর্থনৈতিকভাবে আরও সহযোগিতা পাবে। আমরা তিনটি ফরম্যাটেই করেছি। যে বেশি ফরম্যাটে খেলবে সে বেশি টাকা পাবে। এই সুযোগটা আমরা তাদের দিয়েছি। যতগুলা ক্যাটাগরি আছে সেখানে আমরা ১৫-৩৫ শতাংশ বাড়িয়েছি।’


promotional_ad

২৪ জনের ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় বেশ কয়েকজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এক বছর চুক্তির বাইরে থাকা সাকিব আল হাসান আছেন নতুন চুক্তির তালিকায়। তিন ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনি একজন।


আরো পড়ুন

তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার

৫ ঘন্টা আগে
সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের নায়ক জাওয়াদ আবরার

সাকিব ছাড়া তিন ফরম্যাটের চুক্তিতে আছেন আরও ৪জন। এরা হলেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস এবং শরিফুল ইসলাম। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও শরিফুল।


জাতীয় দলে ফেরার পাশাপাশি চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহানও। আছেন শুধু টি-টোয়েন্টির তালিকায়। এছাড়া শুধু লাল বলের চুক্তিতে আছেন ৬জন। এরা হলেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন, সাদমান ইসলাম ও সাইফ হাসান। তালিকায় নেই নাঈম হাসানের নাম। 


বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়া তামিম ইকবাল আছেন শুধু টেস্ট এবং ওয়ানডের চুক্তিতে। এই তালিকায় তামিমের সঙ্গী হিসেবে আছে আরও ২জন। 


ওয়ানডে এবং টি-টোয়েন্টির তালিকায় আছেন ৪জন। এরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং আফিফ হোসেন। তবে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball