অধিনায়কত্বের পর দল থেকেও জায়গা হারালেন আসগর

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নূর আহমেদ চেন্নাইয়ের ‘এক্স-ফ্যাক্টর’: রুতুরাজ
২৪ মার্চ ২৫
চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন আসগর আফগান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের পর তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব হারান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। অধিনায়কত্বের পর এবার দল থেকেও জায়গা হারালেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখান জায়গা হয়নি আসগরের। তবে দলে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সি বাঁহাতি স্পিনার নূর আহমেদ। আগামী সেপ্টেম্বরে মুখোমুখি হবে এই দুদল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্বের পথ চলা শুরু হচ্ছে হাসমতউল্লাহ শাহিদির। আসগর ছাড়াও সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শরাফউদ্দিন আশরাফ, ইয়ামিন আহমাদজাই, জাভেদ আহমাদি, গুলবাদিন নাইব, উসমান গনি এবং সৈয়দ আহমাদ শারজাদ।

এদিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সেদিক আতাল, আব্দুল রহমান, নুর। আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন করিম জানাত, ইকরাম আলিখিল ও ইব্রাহিম জাদরান। ফজল হক ফারুকি এবং শহিদুল্লাহ কামালও জায়গা পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে।
প্রথমবারের মতো জায়গা পাওয়া আতাল মূলত মিডল অর্ডারে ব্যাট করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে কাবুল ঈগলসের হয়ে সাত টি-টোয়েন্টিতে ১১৪ রান করেছেন। তাঁর তুলনায় অবশ্য বেশ খানিকটা অভিজ্ঞ কামাল। মিস আইনাক রিজিয়নের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯৮ রান করেছেন তিনি।
এ ছাড়া একটি টেস্ট ম্যাচও খেলেছেন কামাল। ব্যাটিং ছাড়াও দলের প্রয়োজনে বাঁহাতি স্পিন করতে পারেন তিনি। বাঁহাতি পেসার ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন। যেখানে তিনি পাঁচটি উইকেট নিয়েছিলেন। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ মৌসুমে চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে ছিলেন এই পেসার।
তাঁদের তুলনায় বয়সের ছোট হলেও অভিজ্ঞতায় খানিকটা এগিয়ে নূর। মাত্র ১৬ বছর বয়সেই বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো টুর্নামেন্টে খেলেছেন। সেই সঙ্গে নিজের সামর্থ্যের ঝলকও দেখিয়েছেন বাঁহাতি এই রিস্ট স্পিনার।
আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিক আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, শহিদুল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, রশিদ খান, আব্দুল রহমান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি এবং নূর আহমেদ।