promotional_ad

বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন নবি

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবি

১৮ ফেব্রুয়ারি ২৫
দুই ছেলের সঙ্গে মোহাম্মদ নবি (বামে), ফাইল ফটো

সামনেই ব্যস্ত সূচি অপেক্ষা করছে আফগানিস্তান ক্রিকেট দলের জন্য। এ ছাড়াও রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট। আর এসব বিষয়কেই মাথায় রেখে মোহাম্মদ নবিকে বোর্ডের অর্পিত দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে তারা।


অনেকদিন ধরেই আফগানিস্তানের হয়ে খেলার পাশাপাশি বোর্ডের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন নবি। যদিও সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজের দলে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। কিন্তু সামনেই অনেক গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে আফগানিস্তানের।


promotional_ad

যেখানে নবির অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সেই বিষয়টিকেই মাথায় রেখে বোর্ড পরিচালকের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তারা আশাবাদী সিনিয়র একজন অলরাউন্ডার হিসেবে নবি দেশের জয়ে ভূমিকা রাখবেন।


বিবৃতিতে এসিবি জানিয়েছে, 'বোর্ডের সদস্য হিসাবে সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ নবিকে তার দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত আন্তর্জাতিক সূচিকে বিবেচনা করে, যেখানে তিনি জাতীয় দলের সিনিয়র-অলরাউন্ডার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।'


নবির পরিবর্তে বোর্ড পরিচালক হিসেবে নিযুক্ত করা হতে পারে ভারতের রাজধানী দিল্লিতে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ফরিদ মামুনজাই। কেননা আফগানিস্তানের সকল ম্যাচ ভারতে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মামুনজাই।


নবি আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট, ১২৭ টি ওয়ানডে এবং ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ওয়ানেতে তিনি করেছেন ২ হাজার ৮১৭ রান। টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার ৩৯৬ রান। এ ছাড়া ৩ টেস্টের ক্যারিয়ারে মাত্র ৩৩ রান সংগ্রহ করেছেন।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball