promotional_ad

সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ?

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ওয়ানডেতে অনেক স্বস্তির একটি জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীরঙ্কাকে ৩৩ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে আগামী মঙ্গলবার (২৫মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায়। এই ম্যাচের আগে একটি মাইলফলকের সামনে দাড়িয়ে বাংলাদেশ। জিতলেই ধরা দেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়।


এই নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নবম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছে। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র হয়, বাকি সবগুলোতে জয় পায় লঙ্কানরা। দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে এর আগে ২৮টি আসরে মুখোমুখি হয়ে লঙ্কানদের কখনও একাধিকবার হারাতে পারেনি বাংলাদেশ। এবার হাতছানি সেসব অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার।


প্রথম ওয়ানডের জয়টাকে কিছুটা হলেও কঠিন বানিয়ে দিয়েছিলেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। শেষ ৭ ওভারে যখন প্রয়োজন কেবল ৫৩ রান, হাসারাঙ্গা তখন খেলছেন ৫২ বলে ৭০ রান করে। ইসুরু উদানার সঙ্গে তার জুটিও ভয়ঙ্কর হয়ে উঠেছে। শেষ পর্যন্ত প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে পড়া হাসারাঙ্গা আউট হন ৭৪ রানে। বাংলাদেশের জিততে এরপর আর সমস্যা হয়নি।


জয় পেলেও সমস্যা রয়েছে ব্যাটিং কিংবা বোলিংয়ে। ওপেনিংয়ে লিটন দাস শূন্য রানে আউট হয়েছেন। ওদিকে ম্যাচ চলাকালিন সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন, ওপেনিংয়ে জায়গা হারাচ্ছেন লিটন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া এই ক্রিকেটারের একাদশে জায়গা হলে ব্যাট করতে দেখা যেতে পারে ৫/৬ নম্বরে।


সেক্ষেত্রে ভাগ্য খুলতে পারে সৌম্য সরকারের। দেখা যেতে পারে তামিম ইকবালের ওপেনিং সঙ্গি হিসেবে। জায়গা হারাতে হতে পারে মোহাম্মদ মিঠুনকে। এই ব্যাটসম্যান যে প্রথম ওয়ানডেতেও শূন্য রানে বেশ দৃষ্টিকটু আউট হয়েছেন। সেক্ষেত্রে একাদশে সুযোগ পেলে মিঠুনের জায়গা ৫ নম্বরে ব্যাট করতে পারেন লিটন।


promotional_ad

তিনে নেমে মন্থর উইকেটেও রান পাননি সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিংয়ে নামা দলের শুরুটা তাই ভালো হয়নি। এরপর তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সৌজন্যে সংগ্রহ ২০০ পেরুলেও শেষটা হয়নি প্রত্যাশিত। ৪০ ওভারের পর খেই হারান মাহমুদউল্লাহ। শেষ ১০ ওভারে আসে কেবল ৬৪ রান।


এর মধ্যে ৪১ থেকে ৪৮ পর্যন্ত ৮ ওভারে রান আসে মাত্র ৪০। দ্বিতীয় ওয়ানডেতে তাই দলের চাওয়া থাকবে শুরু আর শেষ আরও ভালো করা। শেষের দিকে রান বাড়ানোর কাজটি মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনদেরই করতে হবে। আগের ম্যাচে আফিফ ও সাইফের সৌজন্যেই দল আড়াইশ ছাড়ায় শেষ পর্যায়ে।


এই দুজন ধারাবাহিকতা ধরে রাখলে আর মাহমুদউল্লাহর ব্যাটে ঝড় দেখা গেলে, শেষের দাবি পূরণ হতে পারে। ব্যাটিংয়ে তামিম-মুশফিকরা প্রথম ম্যাচে ভালো করলেও তাদের কাছে দলের চাওয়া থাকবে মাঝারি ইনিংসগুলোকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার। বোলিংয়ে প্রথম ম্যাচে বিবর্ণ ছিলেন কেবল তাসকিন আহমেদ।


তবে তার সাম্প্রতিক বোলিং পারফরম্যান্সের কারণে আর একটি সুযোগ পেতে পারেন। মুস্তাফিজুর রহমানের ইনজুরি শ্ঙকা থাকলেও ম্যাচের দিনই বল করতে দেখা গেছে কিন্তু সেটা ছোট রান আপে। দ্বিতীয় ওয়ানডেতে না খেলতে দেখা গেলে সেটা চমক হিসেবেই ধরা দিবে। মন্থর উইকেটে লঙ্কান বোলাররা টাইগারদের চেপে ধরলেও ফায়দা নিতে পারেনি।


সেক্ষেত্রে দুই দলেই স্পিনার বেশি থাকায় উইকেট ব্যাটিং সহায়ক হবার সম্ভাবনা থাকতে পারে। নতুবা স্পিনিং উইকেট বানিয়ে তাদের চেপে ধরার পরিকল্পনাও করতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু এতে রয়েছে হিতে বিপরীত হবার সম্ভাবনা। সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও।


ঘূর্ণিঝড় 'যস' এর আঘাত হানার সম্ভাবনা রয়েছে এদিন। যদি সব শ্ঙকা কাটিয়ে খেলা অনুষ্ঠিত হয় তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে নিশ্চয় আগের ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ভালো খেলা। আর তা করতে পারলে শুধু সিরিজ জয়ই নয়, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে শীর্ষেও উঠে যাবে বাংলাদেশ।


বাংলাদেশ (সম্ভাব্য একাদশ): তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মো: সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা (সম্ভাব্য একাদশ): পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, দাসুন শানাকা/ চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান এবং দুশমন্থ চামিরা।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball