করোনায় আক্রান্ত সুজন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু করতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি।
বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে সুজন দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।
তিনি বলেন, 'আমার কাছে এতোটুকু তথ্য আছে তিনি দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। তিনি যোগ দিতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে। করোনার ব্যাপারটি আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।'
এদিকে সুজন না থাকায় ঘরের মাঠে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে অন্য কাউকে দেখা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।