ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন শুনতে চান না তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
৩ মে ২৫
বেশ কিছুদিন ধরেই তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরন নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ নিয়ে বেশ কয়েকটি সাক্ষাৎকারে ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আবারও ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
ভবিষ্যতে ব্যাটিংয়ের ধরন নিয়ে আর কোন প্রশ্ন না করার অনুরোধ করেছেন তামিম। সেই সঙ্গে বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, গেল ৪-৫ বছর ধরে যেভাবে ব্যাটিং করছেন সামনেও সেভাবেই ব্যাটিং করবেন। আর এটি নিয়ে আর কিছু বলতে চান না তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে আক্রমণাত্বক ব্যাটিং করলেও সময়ের পালাক্রমে নিজের ব্যাটিংয়ের ধরন বদলেছেন তামিম। যা সবচেয়ে বেশি নজরে এসেছে ২০১৫ বিশ্বকাপের পর থেকে। ব্যাটিংয়ের ধরনের পরিবর্তনের পর তিনি নিজে যেমন সফল হয়েছেন তেমনি দলও সফলতা পেয়েছে।
চিরচেনা ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ‘প্রত্যাশিত’ হার
৩ ঘন্টা আগে
ধীরগতিতে ব্যাটিং করলেও পরিসংখ্যান বলছে, তামিমের সেঞ্চুরি করা বেশিরভাগ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে আধুনিক ক্রিকেটে বাইরের দেশের ওপেনারদের সঙ্গে স্ট্রাইক রেট তুলনা করতে গেলে সেখানে ঢের পিছিয়ে রয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডেতে ধীরগতির ব্যাটিং করলেও গেল কয়েকটি টেস্ট সিরিজে আক্রমণাত্বক ব্যাটিং করেছেন। গেল শ্রীলঙ্কা সফরেও দ্রুত রান তুলেছেন তিনি। শুধু তাই নয়, নিজেদের মাঝে দুই দলে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচেও ছিলেন বেশ আক্রমণাত্বক। তবে জাতীয় দলের হয়ে নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ব্যাটিংয়ের ধরন নিয়ে আসলে আমি অনেক কথা বলেছি। এটা থামে না, প্রশ্ন আসছে। আমি গত ৪-৫ বছরে যেভাবে খেলছি সামনেও সেভাবেই খেলতে থাকব। আর এটা নিয়ে ভবিষ্যতেও আমার কিছু বলার নেই। আমি সবাইকে অনুরোধ করবো এ বিষয়টা নিয়ে আর প্রশ্ন না করার।’