স্থগিত হওয়া আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরুকে সেরা দুইয়ে তুলে ‘গুরু’ কার্তিককে কৃতিত্ব দিলেন জিতেশ
৮ ঘন্টা আগে
বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে চলতি বছরের সেপ্টম্বরে স্থগিত হওয়া আইপিএল আসরটি আয়োজন করতে চায় বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
যদিও স্থগিত হওয়া আসরটি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে আইপিএলের বাকি ৩১ ম্যাচ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির ম্যানেজিং কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা।

ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে গত বছরের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতে হতে পারে আইপিএল। এদিকে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের গুঞ্জনও রয়েছে। যেহেতু এর আগে সেখানে সফলভাবে আইপিএল অনুষ্ঠিত হয়েছে তাই বিকল্প হিসেবে মরুর দেশটিই হতে পারে প্রথম পছন্দ।
বরখাস্ত হওয়া দিলীপকে নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে ভারত
১২ ঘন্টা আগে
এদিকে স্থগিত হওয়া আইপিএল আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড কাউন্টি লিগের বেশ কয়েকটি দল। সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের জন্য ইংল্যান্ড উপযুক্ত জায়গা বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনও। ইংল্যান্ডের আলোচনা শেষ না হতেই প্রস্তাব এসেছে শ্রীলঙ্কা থেকে।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর শেষ হওয়ায় পর সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করতে চায় তাঁরা। আনুষ্ঠানিকভাবে এখনও প্রস্তাব না দিলেও আইপিএল আয়োজনে প্রস্তুত বলে জানায় দেশটির ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেলেও শ্রীলঙ্কাকে উপেক্ষা করা যাবে না বলে জানিয়েছেন অর্জুনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। সেপ্টেম্বর মাসে আইপিএল আয়োজন করার জন্য আমরা একটা উইন্ডো সরবরাহ করতে পারি। আমরা শুনেছি সংযুক্ত আরব আমিরাত তাদের একটি বিকল্প তবে সব কারণে শ্রীলঙ্কাকে উপেক্ষা করা যাবে না। আমরা জুলাই-আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করছি। তবে মাঠ এবং অন্যান্য অবকাঠামো সেপ্টেম্বরে আইপিএলের জন্য প্রস্তুত থাকবে।’