promotional_ad

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারছে আফগানিস্তান

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবি

১৮ ফেব্রুয়ারি ২৫
দুই ছেলের সঙ্গে মোহাম্মদ নবি (বামে), ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। টি-টোয়েন্টি এমনিতেও দারুণ খেলে দেশটি। এদিকে এ বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ আসন্ন বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি বলে মনে করছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।


প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ এবং দ্বিতীয়টিতে ৪৫ জিম্বাবুয়েকে হারিয়েছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে যেখানে ৪৫ বলে ৮৭ রানের ঝড়ে এক ইনিংস খেলেছিলেন ১৯ বছর বয়সী রহমানউল্লাহ গুরবাজ। দ্বিতীয় ম্যাচে ২২ বছর বয়সী উসমান গণি করেছিলেন ৪৯ রান এবং ২৪ বছর বয়সী কারিম জানাতের ব্যাট থেকে এসেছিল ৫৩ রান।


এই তরুণদের ব্যাটে ভর করে দুই ম্যাচেই জিম্বাবুয়েকে বড় সংগ্রহ ছুঁড়ে দিয়েছিল তারা। আর সফরকারীদের কম রানে বেঁধে ফেলার কাজটা সারেন রশিন খান, নবিদের মতো স্পিনাররা। ফলে অভিজ্ঞদের সঙ্গে তারুণরা মিলে পারফর্ম করায় বিশ্বকাপে জন্য আফগানিস্তান দলে দারুণ একটি সমন্বয় ঘটছে বলে মনে করেন নবি। তাই তার কাছে বিশ্বকাপে প্রস্তুতি হিসেবে এই সিরিজটি গুরুত্বপূর্ণ।


promotional_ad

নবি বলেন, 'প্রতিটি সিরিজ আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ এবং এই সিরিজ জেতানো খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি এটি বিশ্বকাপের জন্যও ভালো প্রস্তুতি। আমরা তরুণদের সুযোগ দিয়েছি এবং আমরা এই তরুণদের (আরও বিকাশের জন্য) প্রত্যাশায় রয়েছি এবং আশা করছি বিশ্বকাপে আমাদের একটা ভালো দল থাকবে।'


বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোতে আফগানিস্তানের ক্রিকেটারদের ব্যাপক চাহিদা। বিশেষ করে রশিদ, নবি, মুজিবুর রহমানরা আইপিএল কিংবা বিগ ব্যাশের নিয়মিত পারফর্ম। বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবাদে যে অভিজ্ঞতা অর্জন করেন তারা, এটি জাতীয় দলে তরুণদের অনেক সাহায্য করেও বলে মনে করেন নবি।


এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 'ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট অনেকটা সহায়তা করছে যেহেতু এখানে মানসম্পন্ন বোলার এবং ব???যাটসম্যান রয়েছে। আমরা যখন জাতীয় দলে ফিরে আসি তখন আমরা সেই অভিজ্ঞতাটি এখানে নিয়ে আসি এবং সেই অভিজ্ঞতাগুলো তরুণদের সঙ্গে ভাগ করে নেই। ফলে এটি খেলার সময় সহায়তা করে।'


নবি আরো বলেন, 'বেশিরভাগ সময় আমি ড্রেসিংরুমে তরুণদের সাথে বন্ধুত্বপূর্ণ থাকি। আমি যেহেতু আমার সাথে বন্ধুত্বপূর্ণ তাই তারা তাদের সমস্যাগুলি ভাগ করে নেয় এবং তাদের ব্যাটিং এবং বোলিং সম্পর্কে খুব সহজেই আমাকে জিজ্ঞাসা করে। আমিও তাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিই।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball