উইলিয়ামস-রাজার ব্যাটে জিম্বাবুয়ের লিড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড দলে কক্সের বদলি জেমস রিউ
৮ মে ২৫
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনই লিডের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। দিন শেষে তারা ২ রানে এগিয়ে আছে আফগানদের চেয়ে। প্রথম ইনিংসে আফগানিস্তানকে মাত্র ১৩১ রানে গুটিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। ৩৮ রানেই তারা হারিয়েছিল টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। যদিও সিকান্দার রাজা এবং শেন উইলিয়ামসের ব্যাটে ভর করে বিপর্যয় কাটিয়েছে তারা।
রাজা ৬২ বলে ৪৩ করে ফিরে গেলেও উইলিয়ামস ৫৪ রান করে প্রথম দিন শেষে অপরাজিত আছেন। জিম্বাবুয়ের ইনিংসে ভাঙন ধরিয়েছেন আফগান বাঁহাতি স্পিনার আমির হামজা। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া ১টি উইকেট পেয়েছেন ইয়ামিস আহমদজাই।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারান অভিষিক্ত আব্দুল মালিক। রহমত শাহ আউট হয়েছেন ৬ রান করে। মুনির আহমেদ ফেরেন ১২ রানে। একপ্রান্ত আগলে রাখা ইব্রাহিম জাদরান ফিরে যান ৩১ রানে।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক আসগর আফগান (১৩) এবং হাসমতউল্লাহ শহিদীরাও (৫)। উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাইয়ের ৩৭ আর আমির হামজার ১৬ রানের অপরাজিত ইনিংসে ১৩১ রানের পুঁজি পায় আফগানিস্তান।
জিম্বাবুয়ের হয়ে ৪টি উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ৩টি উইকেট গেছে ভিক্টোর নায়োচির ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন ডোনাল্ড তিরিপানো।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৩১/১০ ( ৪৭ ওভার ) ( জাদরান ৩১, জাজাই ৩৭, হামজা ১৬*; মুজারাবানি ৪/৪৮, নায়োচি ৩/৩৪)
জিম্বাবুয়ে: ১৩৩/৫ ( ৩৯ ওভার ) ( শেন উইলিয়ামস ৫৪*, রাজা ৪৩, বার্ল ৮*; হামরা ৪/৬১)