ওয়েলিংটন টেস্টের প্রথম দিন হেনরি নিকোলসের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের

২৩ ঘন্টা আগে
মাফাকাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস

দুই ম্যাচের টেস্ট সিরিজের ‍দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুটা ভালো না করলেও হেনরি নিকোলসের ব্যাটি ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে দিনটা কেবলই নিজের করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এদিন নিজের ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দারুণ এই রেকর্ডও গড়েছেন তিনি।


এদিন ১০০তম সেঞ্চুরির দেখা পেয়েছে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ। অর্থাৎ ওই মাঠে এটি শততম টেস্ট সেঞ্চুরি। এই মাঠে ১৯৩০ সালে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিও ডেম্পস্টার। আজকের ম্যাচে সেঞ্চুরি করা আগে এই মাঠের সর্বশেষ সেঞ্চুরিটিও করেছিলেন তিনি।


promotional_ad

এমন রেকর্ডের জন্য অবশ্য ড্যারেন ব্রাভোকে একটা ধন্যবাদ দিতেই পারেন ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। কারণ প্রথম ইনিংসের ৪৩.৪ ওভারের সময় জেসন হোল্ডারের বলে প্রথম স্লিপে তাঁর ক্যাচ মিস করেছিলেন ব্রাভো। তখন ৪৭ রানে ব্যাট করছিলেন তিনি। সেই ক্যাচ মিসেই যেন কপাল পুড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের।


আরো পড়ুন

স্টার্কের আগুন আর বোল্যান্ডের হ্যাটট্রিকে ২৭ রানে শেষ ক্যারিবিয়ানরা

২ ঘন্টা আগে
৩-০ ব্যবধানে সিরিজ জেতা অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

প্রথম টেস্টের মতো এদিনও টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার। অধিনায়কের এমন সিদ্ধান্তের প্রতিদানও দিতে শুরু করে পেসাররা। টসে হেরে ব্যাট করতে নেমে শ্যানন গ্যাব্রিওয়েল এবং চেমার হোল্ডারদের পেস তাণ্ডবে শুরুটা ভালো করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা।


মাত্র ৭৮ রানেই টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় টম লাথামের দল। এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লাথাম-টেলররা। তবে দলের বিপর্যয়ে নিকোলসের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেন উইল ইয়ং। ৪৩ রান করে ইয়ং বিদায় নিলেও অন্য প্রান্ত আগলে রাখেন নিকোলস।


বাঁহাতি ব্যাটসম্যানকে বেশ ভালোভাবেই সঙ্গ দিয়েছেন ওয়াটলিং এবং ড্যারলি মিচেলরা। ওয়াটলিং ৩০ এবং মিচেল ৪২ রান করে বিদায় নিলে ১১৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন নিকোলস। তাঁর সঙ্গে ১১ রান নিয়ে অপরাজিত আছেন কাইল জেমিসন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট নেন গ্যাব্রিওয়েল আর দুটি উইকেট নেন চেমার।


সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম দিনশেষে : ২৯৬/৬ ( ওভার ৮৪) (হেনরি নিকোলস ১১৭*, উইল ইয়ং ৪৩, ড্যারিল মিচেল ৪২, গ্যাব্রিওয়েল ৩/৫৭, চেমার হোল্ডার ২/৬৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball