মুলতান আর ফতুল্লার আক্ষেপ বুলবুলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৩ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিহাস হয়ে থাকতে পারতো। ১৭ বছর আগে এদিন প্রথম টেস্ট জয় থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। কথায় আছে, সময় নাকি দুঃখ উপশম করে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দুঃখগাথা চাপা পড়ে যায়।
যদিও সেই হারের দুঃখ এখনও ভুলতে পারেননি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৩ জুলাই) ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ আড্ডায় তিনি জানিয়েছেন, মুলতান টেস্ট জিততে পারলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে গঠনই বদলে যেত।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, 'আমরা ৯৯ এ পাকিস্তানকে হারালাম বিশ্বকাপে। এরপর ওয়ানডেতে বড় বড় দলের বিপক্ষে জিততে শুরু করলাম। মুলতান টেস্ট যদি জিততে পারতাম আমাদের টেস্টের অভারল স্ট্রাকচারটা অন্যরকম হয়ে যেত।'
শুধু মুলতান টেস্ট নিয়ে নয় বুলবুলের আক্ষেপ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্ট নিয়েও। সেই ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে বাংলাদেশ হেরেছিল মাত্র ৩ উইকেটের ব্যবধানে। সেই হারের বেদনাও কষ্ট দেয় বুলবুলকে।
তিনি বলেন, 'আমি আরেকটি টেস্ট ম্যাচ স্মরণ করি, যেটা আমাদের জেতা উচিত ছিল। কিন্তু অভিজ্ঞতার কারণে আমরা পারিনি। ২০০৫ বা ২০০৬ এ অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে এসেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লায়। এই ম্যাচটা আমাদের পক্ষে ছিল। এই দুটো টেস্ট ম্যাচ জিততে পারলে আমাদের টেস্টের অভারল স্ট্রাকচারটা অন্যরকম হতো।'
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের গল্প বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের অজানা নয়। সেই ম্যাচে অলক কাপালির আউট নিয়ে পাকিস্তানের অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ আর ম্যাচের আম্পায়ার অশোকা ডি সিলভার বিরাট নাটক এখনও ভুলতে পারেননি তারা।