চাহালের জীবন বদলে দিয়েছে ব্যাঙ্গালোর

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি) যোগ দেয়ার পর জীবন বদলে যায় ভারতের লেগস্পিনার যুবেন্দ্র চাহালের। সম্প্রতি এক ইউটিউভ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান খোদ চাহালই।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন চাহাল। কিন্তু বেশিরভাগ ম্যাচেই খেলার সুযোগ হয়নি তাঁর। এরপর ২০১৪ সালের আইপিএলে আরসিবির হয়ে অভিষেক হয় চাহালের।

দুবাইতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের সেই আসরে ৭.০১ ইকোনমি রেটে ১২ উইকেট নেন চাহাল। ২০১৫ সালের আইপিএলে আরও দারুণ পারফর্ম করেন তিনি। ১৫ ম্যাচে নেন ২৩ উইকেট। স্ট্রাইক রেট ১২.২১!
তাঁর এই পারফরম্যান্স বছরের পর বছর চলতে থাকে। ব্যাঙ্গালোরের হয়ে ৮৩ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী এই স্পিনার। গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।
চাহাল বলেন, 'সেবারের আইপিএল (২০১৪ সাল) দুবাইতে হচ্ছিল। আমি খুব লজ্জা পাচ্ছিলাম। ড্রেসিং রুমে আমি আর এক বা দুজন লোককে চিনতাম। আমি হারিয়ানার সতীর্থ হার্শাল প্যাটেল তখন একই স্কোয়াডে ছিল।
তার সঙ্গে কথা বলতে ভালো লাগতো আমার। আমরা একই রুমে থাকতাম। তাই সময়টা অনেক কঠিন ছিল না। ব্যাঙ্গালোরে যোগ দেয়ার পর আমার জীবন আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে।'
আইপিএলে সুযোগ পাওয়ার পর জাতীয় দলের দুয়ার খোলে চাহালের জন্য। আস্তে আস্তে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।