কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হচ্ছে ইডেন গার্ডেন্সে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হচ্ছে ইডেন গার্ডেন্সে। শুক্রবার রাতে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর এই স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার করার অনুমতি দিয়ে দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এর কার্যক্রম।
সিএবির ইডেনের গ্যালারির কয়েকটি অংশে কোয়ারেন্টাইন সেন্টার করার তৈরির জন্য আবেদন করেছিল কলকাতা পুলিশের। সেই আবেদনের পর পরই অনুমতি দিতে সময় নেয়নি সিএব।

জানা গেছে, ইডেনের হাইকোর্ট প্রান্তের চারটি গ্যালারির নিচে ই, এফ, জি, এইচ ব্লকের ফাঁকা জায়গা আপাতত ব্যবহার করা হবে। অদূর ভবিষ্যতে আরো জায়গার প্রয়োজন হলে জে ব্লকও ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এই বিষয়ে শুক্রবার রাতে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের বসেছিল সিএবি। এরপর পুলিশের পক্ষ থেকে সিএবি পর্যবেক্ষণে যাওয়া হয়। সে সময় সিএবি'র প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গাঙ্গুলি উপস্থিত ছিলেন।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, করোনার এই সময় প্রয়োজন পড়লে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য ইডেন খুলে দেয়া হবে। সেই মতোই সিদ্ধান্ত হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় ভারতের এম চিন্নাস্বামীকে স্টেডিয়ামকে করোনা সেন্টারে রূপান্তরিত করেছে কর্ণাটক রাজ্য সরকার। কর্ণাটক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এ আদেশ জারি করেছে।
ব্যাঙ্গালুরু প্যালেসকেও কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে এই দুই জায়গায় করোনা আক্রান্তদের চিকিৎসা সুবিধা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।