promotional_ad

ভিডিও কনফারেন্সে ফিটনেস ঠিক রাখার বার্তা দিলেন গিবসন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


করোনায় এখনও বন্দি জীবন পার করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যদিও এই সময়টাকে কাজে লাগানোর জন্য পেসারদের পরামর্শ দিয়েছেন জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। ফিটনেস সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে গতকাল (৭ জুলাই) ১০ পেসারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন গিবসন।


বাংলাদেশের পেস বোলিং কোচের যুক্তি, যদি ফিটনেস ঠিক থাকে তবে বোলিং অ্যাকুরিসি আসতে খুব বেশি সময় নিবে না। অনুশীলনে দুই-তিন দিনের মধ্যেই ছন্দে ফেরা যাবে। ক্রিকেটাররা যেন ক্রিকেট শুরু হলে দ্রুতই নিজেদের মানিয়ে নিতে পারেন সেই লক্ষ্যেই কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে বোলিংয়ের ভিডিও তাঁকে পাঠাতেও বলেছেন গিবসন।



promotional_ad

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের এক পেসার ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'কালকে কথা হয়েছে প্রায় এক ঘণ্টার মতো। আমরা দশজন পেস বোলার ছিলাম। এখানে আমাদের পেসাররা সবাই ছিল। বোলিং নিয়ে কিছু বলেনি, বলেছে এখন যেহেতু খেলা নেই, বাসায় বসে সময় নষ্ট করে লাভ নেই। দুইটা মাস কাজে লাগাতে বলেছে। ফিটনেসের উপরে বেশি জোর দিতে বলেছে। যখন খেলা শুরু হবে তখন যেন দেখে আমরা সব কিছুতে ফাস্ট।'


বাংলাদেশের সব পেসাররা অবশ্য বসে নেই। নিজ উদ্যোগে বেশ কিছুদিন আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এখন থেকে সেই অনুশীলনের ভিডিও পর্যালোচনা করবেন গিবসন।


বাংলাদেশের পেসাররা সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে মাঠে নেমেছিলেন। এরপর করোনাভাইরাসের সংক্রমণের কারণে চার মাস ধরেই ক্রিকেট বন্ধ। তাই ক্রিকেটাররাও কার্যত বেকার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball