promotional_ad

১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্যাব্রিয়েল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে শ্যানন গ্যাব্রিয়েলকে। প্রথম ১৪ জনের স্কোয়াড ঘোষণা করলেও বৃহস্পতিবার স্কোয়াডে যোগ করা হয় এই পেসারকে। এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

লম্বা সময় ধরে গোড়ালির চোটে ভুগছিলেন গ্যাব্রিয়েল। যে কারণে এই পেসারকে রিজার্ভ স্কোয়াডে রেখে ইংল্যান্ড সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে চোট সেরে ওঠায় ডানহাতি এই পেসারকে স্কোয়াডে যোগ করার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল গ্যাব্রিয়েলের। যে কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। গেল বছর আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে শেষবারের মতো টেস্ট খেলেছিলেন তিনি। সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেপ্টেম্বরে।

চোট কাটিয়ে প্রায় ১০ মাস পর ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন এই ক্যারিবিয়ান। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে গ্যাব্রিয়েলের ওপর নজর ছিল নির্বাচকদের। প্রস্তুতি ম্যাচ নিজেকে ফিট প্রমাণ করতে সক্ষম হয়েছেন এই পেসার।

৩২ বছর বয়সী এই পেসার স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পর উচ্ছ্বসিত উইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাচক রজার হার্পার। তিনি বলেন, 'আমি খুবই উচ্ছ্বসিত গ্যাব্রিয়েলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পেরে। সে নিজেকে ফিট প্রমাণ করেই দলে ফিরেছে। টেস্ট সিরিজে আমাদের বোলিং লাইন আপ এখন আরও ধারালো হবে।'

প্রস্তুতি ম্যাচগুলোতে ৩ ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল। যেখানে ১২২ রান খরচায় ৮ উইকেট শিকার করেছেন দেশের হয়ে ৪৫টি টেস্ট খেলা এই পেসার। ২০১২ সালে ইংল্যান্ড সফরেই দেশের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত ১৩৩টি উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন। ২০ দিনের মধ্যে হবে পুরো টেস্ট সিরিজটি। এই সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball