promotional_ad

করোনা পরবর্তীকালের জন্য প্রধান স্টেডিয়ামগুলো প্রস্তুত রাখছে বিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিতকল্পে লম্বা সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল প্রকার ক্রিকেটীয় ইভেন্ট। কবে ফিরবে ক্রিকেট তাঁর নেই কোনো ঠিক ঠিকানা। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ক্রিকেটাররা যেমন বসে নেই, ঠিক তেমনি বসে নেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


করোনা পরবর্তীকালে খেলা মাঠে ফেরাতে দেশের প্রধান স্টেডিয়ামগুলো প্রস্তুত করছে বিসিবি। স্বাস্থ্যবিধি মেনে স্টেডিয়ামগুলো জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। ১০০ জনের বেশি গ্রাউন্ডসম্যান নিয়োজিত রয়েছেন স্টেডিয়ামের পিচ, আউটফিল্ড রক্ষণাবেক্ষণের কাজে।


promotional_ad

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিসিবি।


বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘এটা আমরা মাথায় রেখেছি যে দেরি হওয়ার আগে আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় ক্রিকেট শুরু হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত ও কার্যকর রেখেছি।’


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামারুজ্জাম স্টেডিয়াম অনুশীলন ও খেলার জন্য প্রস্তুত রেখেছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball