মনোহরকে ‘ভারত-বিরোধী’ আখ্যা দিলেন শ্রীনিবাসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুই বছর আইসিসি চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করে মেয়াদ শেষ হবার আগেই হঠাৎ করেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন শশাঙ্ক মনোহর। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে ইমরান খাওয়াজাকে নিয়োগ দেয়া হয়েছে। একটি সংবাদ বিবৃতির মাধ্যমে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শশাঙ্কের বিদায়ের বার্তা পাবার পরই এক প্রকারে মাথাচাড়া দিয়ে উঠেছেন তাঁর বিদ্বেষীরা। যেমনটা ধরুন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের কথাই। এতোদিন দায়িত্বে থাকাকালীন শশাঙ্ককে নিয়ে কিছু বলারে সাহস না পেলেও এবারে মুখ খুলেছেন তিনি।

মনোহরকে ‘ভারত-বিরোধী’ আখ্যা দেবার সঙ্গে সঙ্গে তাঁকে ভারতের ক্রিকেটের জন্য অমঙ্গলজনক দাবী করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শ্রীনিবাসন।
শ্রীনিবাসন বলেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, তিনি (মনোহর) ভারতীয় ক্রিকেটের ব্যাপক ক্ষতি করেছেন। ফলে তার বিদায়ে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাই খুশি হয়েছে। তিনি ভারতীয় ক্রিকেটের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছেন। তিনি আইসিসিতে ভারতের সুযোগের বারোটা বাজিয়েছেন। তিনি ভারত-বিরোধী এবং বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব কমানোর জন্য তিনিই দায়ী। তিনি এখন সরে দাঁড়াচ্ছেন কারণ তাকে ভারতের নেতৃত্ব আর সম্মান করে না।’
ধারণা করা হচ্ছে ক্রিকেটের ‘তিন মোড়ল’ প্রথার ইতি ঘটানোয় বিসিসিআইয়ের বিরাগভাজন হয়েছেন শশাঙ্ক।