অনূর্ধ্ব ১৯ নারী দল গঠনেও করোনার বাগড়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বছর থেকেই অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল গঠনে তৎপরতা দেখিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি জেলা থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে আলাদাভাবে ক্যাম্প করারও ব্যবস্থা করেছে তারা এরই মধ্যে। সম্প্রতি বিসিবির নারী উইংয়ের কোচ রুহুল আমিন ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছেন।
তবে নারীদের নিয়ে পুরোদমে কাজ শুরু করার প্রাক্কালে হানা দেয় প্রাণঘাতী করোনাভাইরাস। ফলে আপাতত স্থগিত করা হয় সকল কার্যক্রম। নারীদের ক্রিকেটে উন্নয়নের স্বার্থে ময়মনসিংহে একটি লিগেরও আয়োজন করা হয়েছে গত বছর বলে জানান রুহুল আমিন। যেখানে অংশ নেন দেশের বিভিন্ন জেলার নারী ক্রিকেটাররা।

এই প্রসঙ্গে রুহুল আমিন বলেন, 'প্রথমত আমরা প্রতিটি জেলা থেকে অনূর্ধ্ব ১৮ ক্রিকেটারদের নাম বাছাই করেছি। প্রতিটি জেলা থেকে আমরা গড়ে ৫-৬ জনের নাম পেয়েছি। এরপর আমাদের সেই খেলোয়াড়দের নিয়ে আমাদের জেলাভিত্তিক তিন দিনের ক্যাম্প করা হয়, সেই ক্যাম্প থেকে আমরা একটি জেলাভিত্তিক দল তৈরি করি। আটটি জেলাভিত্তিক দলকে নিয়ে ময়মনসিংহে আমাদের জাতীয় অনূর্ধ্ব ১৮ লিগ আয়োজন করা হয় গত বছরের নভেম্বরে। যেখানে প্রতিটি মেয়ে সাতটি ম্যাচ খেলতে পারবে।'
ময়মনসিংহে অনুষ্ঠিত সেই লিগ থেকে ৪০ জন ক্রিকেটারকে বাছাই করা হয়। এরপর কক্সবাজারে আলাদা করে ক্যাম্প করানো হয় তাঁদের। সেই ক্যাম্প থেকে ২৪ জন খেলোয়াড়কে বাছাই করে বিসিবির কাছে তালিকা হস্তান্তর করেছিলেন কোচরা। লক্ষ্য ছিলো এই ২৪ জন ক্রিকেটারকেই অনূর্ধ্ব ১৯ দলের জন্য গড়ে তোলার। কিন্তু হুট করে পরিস্থিতি পাল্টে যাওয়ায় সব পরিকল্পনা মুলতবি রাখতে হচ্ছে বোর্ডকে।
রুহুল আমিন তাই বলেছেন, 'সেই টুর্নামেন্ট (ময়মনসিংহের) থেকে আমরা ৪০ জন প্রতিভাবান মেয়েকে বাছাই করেছি এবং কক্সবাজারে অনুষ্ঠিত ক্যাম্পে নিয়ে এসেছি এক মাসের জন্য (ফেব্রুয়ারি-মার্চ)। সেই ক্যাম্পের পর আমরা ২৪ জন মেয়ের একটি তালিকা তৈরি করেছি এবং বিসিবির কাছে হস্তান্তর করেছি। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারছি না করোনা পরিস্থিতির কারণে। ক্যাম্প শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় পরিস্থিতি খারাপ হয়ে যায়।'