বিসিবির স্কোরার আবুল হোসেন আর নেই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের স্কোরার আবুল হোসেন আর নেই। বৃহস্পতিবার ভোরে না ফেরার দেশে চলে গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
আবুল হোসেন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তালিকাভুক্ত স্কোরারদের একজন। ১৯৯৯ সালে ক্রিকেটাঙ্গনে পা রাখেন তিনি। এরপর দুই দশকের বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেটে স্কোরিং করেছেন তিনি।

গত মঙ্গলবার (৩০ জুন) বুকে ব্যথা ওঠায় রাজধানীর মিরপুরে অবস্থিত হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন আবুল হোসেন। সেখানকার সিসিইউতে ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হয় তাঁর। মৃত্যুবরণ করেন এর একটু পরই।
আজ বাদ জোহর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের পশ্চিম পাশের নুরানী মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর মিরপুর এক নম্বরে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
মিরপুরের বাসিন্দা আবুল হোসেন এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে রেখে গিয়েছেন।
তথ্য সুত্র: জাগোনিউজ২৪