promotional_ad

শুক্রবার ইংল্যান্ড যাচ্ছেন হাফিজ-শাদাবরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড সফরে যাচ্ছেন করোনা মুক্ত পাকিস্তানের ছয় ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ হাসনাইন।


শুক্রবার (৩ জুলাই) তারা ইংল্যান্ডের বিমান ধরবেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি টুইট বার্তায় ছয় ক্রিকেটারের ইংল্যান্ড যাওয়ার খবর নিশ্চিত করেছে পিসিবি। 


এর আগে ২০ ক্রিকেটার রবিবার ইংল্যান্ডে গেছেন। দ্বিতীয় দফায় করোনা মুক্ত হওয়া ছয় ক্রিকেটার ওর্চেস্টারশায়ারে যাবেন। এরপর সেখানে তাদের করোনা পরীক্ষা হবে। নেগেটিভ প্রমাণিত হলেই কেবল দলের সঙ্গে যোগ দেবেন তারা।


promotional_ad

২৬ জুন প্রথম দফায় করোনা পরীক্ষা নেগেটিভ এসেছিল এই ৬জনের। ২৯ জুন দ্বিতীয় দফায়ও একই ফলাফল আসে। যে কারণে ইংল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দিতে আর বাঁধা নেই তাঁদের।


ইংল্যান্ড সফরে যাওয়ার আগে প্রত্যেক ক্রিকেটারকে দুইবার করে করোনা পরীক্ষা করাতে বলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম ধাপে ব্যক্তিগতভাবে পরীক্ষা করিয়ে ১০জনের করোনা পজিটিভ এসেছিল।


স্কোয়াডের বাকি ১৮ জনের ফলাফল নেগেটিভ আসায় ইংল্যান্ড যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন তারা। সেই সঙ্গে চারজন বাড়তি ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। এবার বাকি ৬জনকেও পাচ্ছে দলটি।


পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ জানিয়েছে, ইমরান খান, কাশিফ ভাট্টি, হায়দার আলী ও হারিস রউফ এখনো করোনা পজিটিভ। তাই তাঁদের আপাতত পাঠানো হচ্ছে না। ইংল্যান্ড সফরে পাকিস্তান তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।


ইংল্যান্ড পৌঁছে এখন কোয়ারেন্টাইন পালন করছেন ক্রিকেটাররা। এরপর দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সফর। সফরের সবগুলো ম্যাচই জৈব সুরক্ষিত পরিবেশে, দর্শকশুন্য মাঠে আয়োজিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball