সিমন্সকে বরখাস্ত করার দাবি বোর্ড পরিচালকের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডে জীবাণু সুরক্ষিত পরিবেশেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ফিল সিমন্স। কিন্তু কদিন আগেই একজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে এখন হোটেলে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন তিনি।
ইংল্যান্ড সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেয়ার আগে তাঁকে দুইবার কোভিড-১৯ নেগেটিভ হতে হবে। যদিও খেলোয়াড়দের সঙ্গে তাঁর একই হোটেলে থাকা ভালো চোখে দেখছেন না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক কোন্ডে রিলে।

তিনি তাৎক্ষণিক সিমন্সের পদত্যাগ দাবি করেছেন। একথা জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন তিনি। এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো।
রিলে তাঁর ইমেইল বার্তায় লিখেছেন , 'আমি মাত্রই রেডিওতে শুনেছি আমাদের প্রধান কোচ মিঃ ফিল সিমন্স একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন এবং এখন তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। এটা যদি সত্য হয় তবে প্রধান কোচের পদ থেকে আমি তাৎক্ষনিক তাঁর অব্যাহতি চাইছি।'
রিলে একই সঙ্গে বার্বাডোস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি নিজ রাজ্যের ক্রিকেটারসের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৪ জনের দলের ৯ জন ক্রিকেটারই বার্বাডোসের।
এ ছাড়া ১১ জন রিজার্ভ খেলোয়াড়ের মধ্যে ৪ জন বার্বাডোসের। রিলে জানিয়েছেন, বার্বাডোস ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং খেলোয়াড়দের পরিবারবর্গ তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত।
তিনি ইমেইলে আরও লিখেন, 'সংশ্লিষ্টদের পরিবার এবং বিসিএএর সদস্যরা এই বিষয়টি নিয়ে চিন্তিত। সিমন্সের এই কাজটি বেআইনি এবং বেপোরোয়া। এটা যুক্তরাজ্যে অবস্থান করা ২৫জন যুবক এবং পুরো টিম ম্যানেজমেন্টের জীবন বিপন্ন করে তুলেছে। এটা কোনো ভাবেই মানা যায় না।'