promotional_ad

একই মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ?

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দেশের প্রায় সকল পেশাদার ক্রিকেটারের রুটি রুজির প্রধান মাধ্যম ঢাকা প্রিমিয়ার লিগ। করোনা আতঙ্ক শেষে ক্রিকেট যখনই মাঠে ফিরুক, সংশ্লিষ্টদের তা ফেরানোর ইচ্ছা প্রিমিয়ার লিগের মাধ্যমেই। এমনটা হলে এক মৌসুমে দেখা যেতে পারে দুটি প্রিমিয়ার লিগ!


সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।


সুজন বলেন, 'আমরা জানি প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের রুটি-রুজির মাধ্যম। আমরা এটা শুরু করতে চাই। যদি এটা শুরু হয় অর্থনৈতিকভাবে ক্রিকেটাররা লাভবান হবে। যদিও তখন এক মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ হতে দেখা যেতে পারে। তখন ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেটারদের আলোচনা হতে পারে।


promotional_ad

বিসিবি এখানে তৃতীয় পক্ষ। ক্রিকেটার এবং ক্লাব এখানে প্রথম ও দ্বিতীয় পক্ষ। তাদের মধ্যে একটা সমঝোতা হওয়াটা জরুরি। এক মৌসুমে কীভাবে দুটি প্রিমিয়ার লিগ করা যায় এই ব্যাপারে আমরা তাদের বুঝতে সাহায্য করব।'


প্রিমিয়ার লিগের মাধ্যমে ক্রিকেট মাঠে ফিরুক, এমনটা চান বিসিবির আরেক পরিচালক মাহবুবুল আনামও। দেশের পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের মাঠে ফেরানোর জন্য ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তারা, বানিয়েছেন নিজস্ব প্রোটোকলও! আগামি সেপ্টেম্বরের মধ্যে মাঠে ক্রিকেট ফিরবে, এমনটা প্রত্যাশা তাদের।


মাহবুবুল বলেন, 'বিসিবি ইতোমধ্যে এই প্রক্রিয়ায় আছে। আইসিসি এর মধ্যে একটি মেডিক্যাল প্রোটোকল দিয়েছে আমাদের, বিসিবি এটা নিয়ে আলোচনা করছে। বিসিবি তাদের নিজস্ব একটি প্রোটোকল বানাবে। এই প্রোটোকল মেনেই খেলা চালু করা হবে।


বিসিবি যদিও ক্রিকেটের সর্বেসর্বা, ক্রিকেট খেলাটা কিন্তু ক্রিকেটারদের জন্যই। বাংলাদেশ ক্রিকেট তখনই উন্নতি করবে যখন আমরা আমাদের ক্রিকেটারদের যত্ন করতে পারব এবং তাদের লাভ কীভাবে হয় সেটা দেখব।'


সুত্র: এনটিভি'র স্পোর্টস শো গ্যালারি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball