promotional_ad

২০০০ সালে দুটি ম্যাচ পাতানো হয় ভারতে, অভিযোগ দিল্লি পুলিশের

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০০ সালে দক্ষিণ আফ্রিকা দলের ভারত সফরে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে দক্ষিণ আফ্রিকার প্রয়াত সাবেক অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের বিরুদ্ধে। সেই সিরিজে জুয়াড়ি সঞ্জীব চাওলা গ্রেপ্তার হলেও হাই কোর্টের পক্ষ থেকে শাস্তির নির্দেশ না থাকায় তাঁকে ছেড়ে দেয় পুলিশ। গত ১৩ মে ‍এ নিয়ে সুপ্রীম কোর্টে আপিল করেছিল তারা, এমনটা জানায় ভারতের সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস'। এরপর ২০০০ সালের সেই সফর নিয়ে নতুন অভিযোগপত্র দাখিল করে দিল্লি পুলিশ। তাদের দাবি, সেই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট পাতানো হয় ভারতে!


দিল্লি পুলিশের এই অভিযোগপত্রে মোট সাক্ষীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে নাম আছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ওই সময়ের সচিব জয়ন্ত লেলে'র। ২০১৩ সালে লেলে মারা যান। সাক্ষী ছাড়াও রেকর্ড করা কথা, অডিও ও ভিডিও ক্যাসেট এবং অন্যান্য নথিপত্র সংযুক্ত করা আছে অভিযোগ পত্রের সঙ্গে।


সেই সফরে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে সফরকারি দল। ওয়ানডে সিরিজ অবশ্য ৩-২ ব্যবধানে জেতে যায় ভারত।



promotional_ad

দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, 'মুম্বাইয়ে প্রথম টেস্ট এবং কোচিতে প্রথম ওয়ানডে পাতানো হয়েছিল। এর ফল অভিযুক্তের স্বার্থের পক্ষে গেছে এবং সাধারণ মানুষের ‍বিপক্ষে। তারা বিশ্বাস করেছে, ওরা নিজেদের সেরাটা দিয়েই খেলেছে।'


মুম্বাইয়ে সিরিজের প্রথম টেস্টে চার উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করে ২২৫ রান। এরপর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৭৬ রানে অলআউট হয়। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে করে ১১৩ রান। এরপর দুই দিন বাকি থাকতেই জেতে যায় প্রোটিয়ারা।


অভিযোগপত্রে এই ম্যাচ নিয়ে বলা হয়, 'এক ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৫০ রানের বেশি করবে না, এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও দক্ষিণ আফ্রিকা ম্যাচটা তিন দিনে জিতেছিল এবং তাতে ভারতের বাজে ব্যাটিংয়েরও প্রভাব ছিল। কিন্তু জুয়াড়িদের কাছে দেওয়া কথামতো অভিযুক্ত ক্রনিয়ের দল কোনো ইনিংসেই ২৫০ রান করেনি।'


এ ছাড়া কোচিতে ওয়ানডে পাতানো নিয়ে দিল্লি পুলিশের অভিযোগপত্রে ক্রনিয়ের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে, 'না, ওরা বলছিল কোচিতে এর মধ্যেই হয়ে গেছে। বাকিরা অবশ্য আমার ওপর রেগে আছে কারণ এখনো টাকা পায়নি।'



সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা তিনশ'র বেশি রান তুলেও তিন উইকেটে হারে ভারতের কাছে। ক্রনিয়ে অবশ্য ম্যাচ পাতানোর শাস্তি পেয়ে যান। এরপর ২০০২ সালের পহেলা জুন রহস্যময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ক্রনিয়ের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball