মুশফিককে 'দো রুপিয়া কে পেপসি' বলে খেপিয়েছিল ভারতীয়রা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের আগেই উদযাপন করেছিলেন মুশফিকুর রহিম। সেই ম্যাচ নিয়ে এখনও কটু কথা শুনতে হয় বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
ভারতের মুখোমুখি হলেই এরপর থেকে তাদের সমর্থকদের রোশানলে পড়তে হয় মুশফিককে। সর্বশেষ ভারত সফরেও ভারতের সমর্থকরা খেপিয়েছিলেন তাকে। মুশফিক যখন বাউন্ডারিতে ফিল্ডিং দিচ্ছিলেন তখন তারা স্লোগান দিচ্ছিল, 'দো রুপিয়া কে পেপসি, রহিম ভাই সেক্সি।'

সম্প্রতি তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডায় এসব কথা উঠে এসেছে। এই আড্ডায় উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদও। প্রসঙ্গটি এনেছিলেন তামিম নিজেই।
তিনি বলেন, ‘মাশরাফি ভাই শোনেন, টেস্ট ম্যাচ চলার সময় মুশফিককে নিয়ে ইন্ডিয়ানরা কি শ্লোগান দিছে জানেন? ওরা বলে যে ‘দো রুপি কে পেপসি, রহিম ভাই সেক্সি।’
এই কথা বলার পর অট্টহাসিতে ফেটে পড়েন তামিম। মুশফিক নিজেও হাসি থামাতে পারেননি। মুশফিক অবশ্য এই স্লোগানের কোনো কারণ খুঁজে পাননি। তিনি বলেন, ‘আমি জানিনা ওরা কেনো এটা বলেছে।’
তবে মাহমুদউল্লাহ সম্ভাব্য একটি কারণ জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতকে টি-টোয়েন্টিতে হারানোর পর যে কোমর দুলিয়ে নাচ দিয়েছিলি তার জন্যই বোধ হয় এই শ্লোগান দিয়েছে। তবে খারাপ না কিন্তু, মজাই লাগে।’