মুশফিক বাস্তব জীবনের নায়কঃ আফ্রিদি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৭ লাখ টাকায় মুশফিকুর রহিমের ব্যাট কিনে নিয়েছেন শহীদ আফ্রিদি। নিজের দাতব্য সংস্থা শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য ২০ হাজার ডলারে ব্যাটটি কিনতে রাজি হন আফ্রিদি। নিলাম আয়োজক প্রতিষ্ঠান পিকাবুর প্রধান নির্বাহী মরিন তালুকদার একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন এরই মধ্যে।
ব্যাট খরিদ করার পর এক ভিডিও বার্তায় মুশফিকুর রহিমকে বাস্তব জীবনের নায়ক বলেছেন আফ্রিদি। করোনার এই পরিস্থিতিতে সবার একে অপরের পাশে থাকা জরুরী বলে মনে করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

তিনি আশাবাদী সব কিছু দ্রুত ক্রিকেট মাঠে ফিরবে। আফ্রিদি বলেন,আসসালামুআলাকুম মুশফিক, আপনি যে কাজ করছেন তা বাস্তব জীবনের নায়কেরা করে থাকে। এই সময়ে একে অপরের পাশে থাকা অনেক জরুরী। কঠিন সময়ের মাঝে দিয়ে যাচ্ছি আমরা। বাংলাদেশ থেকে আমি যে সম্মান ভালোবাসা এবং স্নেহ পেয়েছি তা সবসময়ই মনে থাকবে।'
'আমি পুরা পাকিস্তানের তরফ থেকে আপনার এই যাত্রার সঙ্গী হতে চাই। ব্যাটটা খরিদ করতে চাই।পুরা পাকিস্তান এবং শহীদ আফ্রিদি ফাউন্ডেশন আপনার সাথে আছে।আল্লাহ চাইলে দ্রুত এই বিপদে থেকে আমাদের বের করবেন।আমাদের দোয়া আছে আপনার সাথে, আল্লাহ চাইলে আমরা আবারও একসাথে মাঠে ক্রিকেট খেলবো'। আরও যোগ করেন আফ্রিদি।
২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইতিহাস রচনা করা সেই প্রিয় ব্যাটটিই করোনা দুর্গতদের সাহায্যার্থে নিলামে তোলার সিদ্ধান্ত নেন তিনি।
নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান পিকাবু ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে অনলাইনে নিলামে উঠানো হয় মুশফিকের ব্যাটটি। যার ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। কিন্তু শুরু থেকেই পিকাবুর ওয়েবসাইটে ভুয়া বিডারদের আনাগোনা দেখা যায়।
ভুয়া বিডিংয়ের কারণে কিছুটা সময়ের জন্য নিলাম স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছিল পিকাবু। এরপর তথ্য উপাত্ত যাচাই বাছাই করে পুনরায় নিলাম শুরু করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।