promotional_ad

ইংল্যান্ড সফরের সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করবে না পিসিবি

ছবিঃ ফাইল ছবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু করোনাভাইরাস বর্তমান পরিস্থিতির কারণে সিরিজটি নিয়ে রয়েছে শঙ্কা। তবে সিরিজটি নিয়ে এখনই কোন সিদ্ধান্ত নিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।


তাড়াহুড়ো করে এখনই কোনো সিদ্ধান্ত নেবে না বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করেই সিরিজের ব্যাপারে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেটার এবং ম্যানেজম্যান্টের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে পিসিবি।



promotional_ad

জুলাইয়ের শেষ দিকে ইংল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তানের। সেখানে ৩টি টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ রয়েছে তাঁদের। ৩০ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টেস্ট সিরিজের।


পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, 'ক্রিকেটার এবং ম্যানেজম্যান্টদের স্বাস্থ্যের কথা সবার আগে ভাবতে হবে আমাদের। ইংল্যান্ডের বর্তমান অবস্থা ভালো না। আমরা ইংল্যান্ডের কাছে জানতে চাইবো, কি চাইছে তারা। আমরা এখনই কোন সিদ্ধান্তে যাচ্ছি না। আগামী ৩-৪ সপ্তাহ আমরা দেখবো, এরপর সিদ্ধান্ত নেব।'


তিনি আরও বলেন, 'পরিস্থিত অনেক কঠিন। তাই সিরিজটির ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ভাবনা কঠিনও হতে পারে। কারণ প্রতিদিনই ইংল্যান্ডের পরিস্থিতি বদলাচ্ছে। অনেক কিছুই বিবেচনা করতে হবে আমাদের। ফ্লাইট, হোটেল ছাড়াও নিরাপদ স্টেডিয়ামেরও ব্যাপারতো আছেই। যদি কেউ আমাকে প্রশ্ন করেন, তাহলে তাঁদের ধৈর্য্য ধরতে বলবো আমি।'



ইংল্যান্ডে সফরে যাওয়ার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস যাওয়ার কথা ছিল পাকিস্তানের। আমস্টালভিনে আগামী ৪, ৭ ও ৯ জুলাই হওয়ার কথা ছিল ম্যাচ তিনটি। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball