আগে খেলায় ফিরি, তারপর অন্যকিছু: সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন সাকিব আল হাসান। ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। দুর্দান্ত ফর্মে থাকাকালীন সময়েই গেল বছর ২৯ অক্টোবর ক্রিকেট থেকে দুই বছরের (এক বছরের স্থগিতাদেশ) জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। মাঠে ফিরতে এখনও বাকি ৪-৫ মাস। তবে সাবেক এই অধিনায়কের লক্ষ্য, যেখানে থেমেছিলেন সেখান থেকেই শুরু করতে চান।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আপাতত সবধরনের ক্রিকেট বন্ধ। ফের কবে খেলা মাঠে ফিরবে সেটাও নিশ্চিত নয়। শঙ্কা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। টুর্নামেন্ট পিছিয়ে গেলে সাকিবকে বিশ্বকাপে পাবে বাংলাদেশ। যা টাইগারদের জন্য সব থেকে বড় ইতিবাচক বিষয়।

সাকিবের নিষেধাজ্ঞার পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। তাঁর অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তবে নেতৃত্ব নিয়ে সাকিব আল হাসান কি ভাবছেন? মাঠে ফিরে এই গুরুদায়িত্ব ফের কাঁধে নিবেন এই অলরাউন্ডার? এই প্রশ্নের কিছুটা হলেও উত্তর মেলেছে ডয়েচ ভেলের লাইভ অনুষ্ঠানে।
নিষিদ্ধ হওয়ার আগে বেশ কয়েকবার সাকিব বলেছিলেন, নেতৃত্ব ছাড়তে চান তিনি। কারণ এই গুরুদায়িত্ব নিতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না সাকিব। এছাড়া নিজের খেলার প্রতি আরও মনোযোগ দিতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। এবার সবার আগে মাঠে ফিরতে চান তিনি। এরপর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত।
সাকিব বলেন, 'সবার আগে তো খেলায় ফিরতে চাই, ৪-৫ মাস পর যখন খেলায় ফিরব আগে খেলায় ফিরি। বাকি সব সিদ্ধান্ত এরপরে। তাঁর আগে অন্য কোনো সিদ্ধান্ত না। এখন সবার আগে কিভাবে এই সময়টা তারাতারি যাবে। যেখান থেকে খেলাটা বন্ধ হয়েছে সেখান থেকে আবার যেন শুরু করতে পারি এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং নিজের ওপর নিজের প্রত্যাশা।'
'যেখান থেকেই শেষ করেছি, সেখান থেকেই যেন শুরু করতে পারি। আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই, আর কোন চ্যালেঞ্জ নেই। কি আসবে কি আসবে না সেটা পরের বিষয়, আমি চিন্তা করবো কি করবো না সেটাও পরের বিষয়। প্রথম লক্ষ্য হচ্ছে যেখানে থেমেছিলাম সেখানেই যেন শুরু করতে পারি।'
২০১৯ সালের ২৯ অক্টোবর ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরের বছর ক্রিকেটে ফিরলেও আইসিসির সকল নির্দেশনা মেনে চলতে হবে তাকে। তবে, আপাতত আলোচনায় কেবল পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার প্রথম বছরটি।