নতুন ঠিকানায় বিসিবির সাবেক কোচ

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে প্রধান কোচ হিশেবে নিয়োগ পেয়েছেন সাইমন হেলমট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স দলের সাবেক কোচকে সম্প্রতি নিয়োগ দিয়েছে সিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি।
সিপিএলের এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটিতে কোচিং করাবেন অস্ট্রেলিয়ান এই কোচ। এই আসরে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়কত্ব করবেন রায়াদ এমরিট।

এই অলরাউন্ডার বলেন, 'সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের অংশ হতে পেরে দারুণ লাগছে। এই বছর আমরা দারুণ একটি দল নিয়ে মাঠে নামব।
নেতৃত্ব পেয়ে ভালো লাগছে। আমাদের নতুন কোচ সাইমন হেলমট জানে, কীভাবে শিরোপা জিততে হয়। সে এবং আমি মিলে দলকে ফাইনালে তুলতে চেষ্টা করব।'
সিপিএল উপলক্ষে লড়াকু দল গড়েছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। দলে আছেন এভিন লুইস, শেলডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন ও আলজারি জোসেফদের মতো ক্রিকেটাররা।
করোনাভাইরাসের প্রকোপের কারণে আপাতত সব ধরনের খেলা বন্ধ আছে। সিপিএল শুরুর দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।