বিগ ব্যাশে নিউজিল্যান্ডের দল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শঙ্কা রয়েছে আগামী বিগ ব্যাশের মৌসুম নিয়েও।
পরিস্থিতি স্বাভাবিক না হলে বিদেশি ক্রিকেটারদের নাও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জমজমাট এই টি-টোয়েন্টি লিগে। দর্শক শুন্য স্টেডিয়ামেও শেষ পর্যন্ত খেলা হতে পারে। তবে শঙ্কা রয়েছে আকর্ষণ কমে যাওয়ার।

এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডকে টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিগ ব্যাশ লিগ নিয়ে নিজের ভাবনার কথা জানান ব্রিসবেন হিটের হয়ে আট মৌসুম খেলা এই ক্রিকেটার।
ম্যাককালাম বলেন, 'আমার মনে হয়, বিগ ব্যাশে নিউ জিল্যান্ডের কোনো দলকে যুক্ত করা অথবা নিউ জিল্যান্ডের খেলোয়াড়দের স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলানোর দারুণ সুযোগ এটি। কারণ, সম্ভবত বিদেশি খেলোয়াড়দের অভাব হতে পারে।'
'এটি কিছুটা সৃজনশীল চিন্তাভাবনা। এটি কেবল এক মৌসুমের জন্য করা যেতে পারে। তবে যদি খেলাটার মান বাড়ানোর কথা বলেন তাহলে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করা যেতে পারে।' আরও যোগ করেন সাবেক এই কিউই অধিনায়ক।
আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে বিগ ব্যাশের ২০২০-২১ মৌসুম। কিন্তু করোনাভাইরাসের কারণে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট আপাতত বন্ধ আছে। যে কারণে ফের কবে ক্রিকেট মাঠে ফিরবে এটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না।