ফিক্সারদের তালিকায় ‘অভাগা’ আসিফ!

ছবি: ছবিঃ- পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নিজ দেশের যেকোনো ফিক্সারের চাইতে নিজেকে আলাদা বলে মনে করছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনও সুবিধাই পাননি তিনি!
বিশ্ব ক্রিকেটে ফিক্সারদের তালিকায় আধিপত্য আছে পাকিস্তানিদের। ফিক্সিংয়ের কালো থাবা বহমান বহু আগে থেকেই। তবে ক্রিকেট বিশ্ব নড়েচড়ে বসে ২০১০ সালের ঘটনায়।

ইংল্যান্ডের বিপক্ষে ফিক্সিং করায় কড়া শাস্তির মুখে পড়তে হয় আসিফ, সালমান বাট ও মোহাম্মদ আমিরকে। আসিফকে দেয়া হয় সাত বছরের নিষেধাজ্ঞা।
সম্প্রতি এ নিয়ে মন্তব্য করে আসিফ বলেন, 'ক্রিকেটাররা আগেও ফিক্সিং করতো, আমি করার পরেও করেছে। কিন্তু আগে যারা ফিক্সিং করেছে তারা বোর্ডের হয়ে কাজ করে এখন! আর আমার পরে যারা ফিক্সিং করেছে তারা এখনও খেলে বেড়াচ্ছে।
সবাইকেই দ্বিতীয়বার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা খুব কম ক্রিকেটারের সঙ্গেই করা হয়েছে। আমি সারাবিশ্বে অনেক জনপ্রিয় ছিলাম। তবুও পিসিবি আমাকে বাঁচাতে চেষ্টা করেনি।'
পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট খেলে ১০৬ উইকেট নেন আসিফ। পাশাপাশি ৩৮টি ওয়ানডেতে ৪৬টি ও ১১টি টি-টোয়েন্টিতে ১৩ উইকেট নেন তিনি। অসমাপ্ত এই ক্যারিয়ার নিয়ে পিছুটান নেই তাঁর।
আসিফ আরও বলেন, 'আগে কী হয়েছে সেটা নিয়ে আমি বসে থাকতে চাই না। যা হয়েছে তা ইতিহাস। আমি ক্যারিয়ারে যতদিন ছিলাম, দুর্দান্ত ছিলাম। অসাধারণ পারফর্ম করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলাম।'