promotional_ad

ক্ষতি পোষাতে ঋণ পেল ক্রিকেট অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির আভাস পাচ্ছে বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ডগুলো। বিশ্বজুড়ে খেলা বন্ধ থাকায় আয়ও বন্ধ হয়ে গিয়েছে বোর্ডগুলোর। ফলস্বরূপ এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে বোর্ডগুলো। এর ব্যতিক্রম হয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডেও। ইতোমধ্যেই আর্থিক সংকট দেখা দিয়েছে বোর্ডটিতে।


তবে সেই সংকট সাময়িক সময়ের জন্য দূর করতে সক্ষম হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন ভারত সিরিজ আয়োজনে ব্যাংক ঋণ পেয়েছে বোর্ডটি। ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিশ্চিত করেছে সিএ।


promotional_ad

চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে আসার কথা ভারতের। যদিও করোনা পরিস্থিতিতে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজটি। যদি করোনা ভাইরাসের কারণে ভারত এই সফরে আসতে না পারে তবে এই সিরিজের ক্ষতিপূরণ হিসেবে মোট ২০০ মিলিয়ন মার্কিন ডলারের অগ্রিম হিসেবে এই অর্থ পেল অস্ট্রেলিয়া।


অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দি সিডনি মর্নিং হেরাল্ড’ বিষয়টি নিশ্চিত করেছে। রিপোর্ট অনুযায়ী কমনওয়েলথ ব্যাংকের মাধ্যমে এই ঋণের অর্থ বোর্ড ইতোমধ্যেই হাতে পেয়েছে। তবে এই ঋণ নিশ্চিত হবার ফলে বোর্ডের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ হচ্ছে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রবার্টস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন যে করোনায় এই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামী জুনের মধ্যে ২০০ স্টাফকে ছুটি না দিয়ে ২০ শতাংশ খরচ কমানো না যায় তবে আগমী আগস্টে বোর্ডের সকল অর্থ শেষ হয়ে যাবে। কিন্তু ৫০ মিলিয়ন ঋণ নিশ্চিতের ফলে এই কর্মী ছাঁটাইটা এখন প্রশ্নের মধ্যে পড়ে গেছে।


রিপোর্টে বলা হয়েছে, রবার্টস এখনও ৮০ শতাংশ বেতন পাচ্ছেন এবং তিনি রাষ্ট্রীয় সমিতিগুলোকে প্রস্তাব দিয়েছেন সিএ থেকে অনুদানের ২৫ শতাংশ যেন কমিয়ে ফেলা হয়। ভারত যদি অস্ট্রেলিয়া সফরে না আসে তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবার সম্ভবনা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball