লকডাউনে জুমার নামাজ মিস করছেন তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস গৃহবন্দী করে দিয়েছে দেশের মানুষকে। ২২ গজের তারকারাও নেই এর বাহিরে। লম্বা সময় ঘরে আটকে থাকায় অবসাদে ভুগছেন অনেকেই। মানসিক এই ক্লান্তি দূর করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের সঙ্গে আড্ডার আশ্রয় নিচ্ছেন তাঁরা।
শনিবার (২ মে) লাইভে এসেছিলেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। স্মৃতিচারণ করেছিলেন অনেক জানা অজানা ঘটনার। ঠিক তার পরের দিন রবিবার (৩ মে) একই ভাবে লাইভ আড্ডায় আসেন তামিম এবং মাহমুদউল্লাহ।

লাইভে এসে লকডাউনের আগের দিনগুলোর রোমন্থন করেন। ঘর থেকে বের না হতে পারায় স্বাভাবিক অনেক কাজই বিঘ্নিত হচ্ছে। অনেক কিছুই বেশ মিস করছেন ক্রিকেটাররা।
তামিমের কাছে রিয়াদের প্রশ্ন ছিল, লকডাউনের এই সময়টায় তামিম সবচেয়ে বেশি কি মিস করছেন। উত্তরে তামিম জানালেন, 'শুক্রবারের নামাজ। ছোটবেলা থেকে শুনে আসছি তিন জুম্মা মিস করলে সমস্যা হয়। এখন তো কয়েকটা মিস হয়ে গেল।'
অন্যদিকে রিয়াদ বললেন, 'নামাজের সঙ্গে নিজেদের নিয়মিত আড্ডাগুলোও বেশ মিস করছি।'
দেশ-বিদেশে অনেক ট্যুরেই একসঙ্গে ছিলেন রিয়াদ, সেই স্মৃতিগুলোই অনেকটা নস্টালজিক করছে রিয়াদকে। ব্যক্তিগত আড্ডা ছাড়াও তামিম-রিয়াদ কথা বলেছেন নিজেদের ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা নিয়ে। সেখানে উঠে এসেছে প্রিয় ইনিংস, প্রিয় ক্রিকেটার, প্রিয় সিরিজের গল্পও।