জামিন পেলেন মোস্ট ওয়ান্টেড ভারতীয় জুয়াড়ি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস শাপেবর হয়ে এলো ভারতের মোস্ট ওয়ান্টেড জুয়াড়ি সঞ্জীব চাওলার জন্য। আটক হবার তিন মাসের ভেতর করোনাভাইরাসের জের ধরে জামিন পেলেন কুখ্যাত এই জুয়াড়ি।
প্রায় দুই দশক আগের একটি ঘটনা বেশ তোলপাড় করে দিয়েছিল পুরো ক্রিকেটাঙ্গন। কেননা এমন এক জনের বিরুদ্ধে সে সময় ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল যে কিনা মাঠে এবং মাঠের বাহিরে নজির হিসেবে বিবেচিত হতেন শুদ্ধ ক্রিকেটার হিসেবে। মানুষটি আর কেউ নন। তিনি সাবেক প্রোটিয়া ক্রিকেটার হ্যানসি ক্রনিয়ে।
তাঁর ম্যাচ পাতানোর অভিযোগে বেশ তাক লেগে গিয়েছিল সমগ্র ক্রিকেটাঙ্গন জুড়ে। কেননা কেউ বিশ্বাসই করতে পারছিল না তিনি ম্যাচ পাতাতে সক্ষম। কিন্তু ঘটনার সত্যতা মানুষ বিশ্বাস করেছিল কারণ দিল্লী পুলিশ জুয়াড়ির সাথে ক্রনিয়ের মোবাইল কথোপকথন প্রকাশ করে দেয়।

সবকিছুর মূলে নেপথ্যে রয়েছেন যিনি, তার নাম সঞ্জীব চাওলা। ক্রিকেটের অন্ধকার গলিপথের মূল নির্মাতা এই ভারতীয় জুয়াড়ি। ক্রনিয়ের সেই ঘটনার তদন্তে বেরিয়ে এসেছিল সঞ্জীবের নাম। গেল ১৩ ফেব্রুয়ারি তাকে ভারতে ফিরিয়ে এনে বিচার শুরু করে আদালত।
কিন্তু ভারতে চলমান করোনাভাইরাসের জের ধরে জামিন পেয়ে গেলেন এই কুখ্যাত ক্রিকেট জুয়াড়ি। ভারতে আসার পর বারবার জামি্নের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু জামিন মঞ্জুর হচ্ছিল না। করোনাভাইরাস তার জন্য আশীর্বাদ হয়ে এলো।
জামিন হলেও সঙ্গে একটি শর্ত জুড়ে দেয়া হয় তাকে। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে পারবেন না।
২০০০ সালের ৭ এপ্রিল ক্রনিয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশ। মাসখানেক পরে তিনি সব কথা স্বীকার করে নেন। সঞ্জীব চাওলার কথা জানান তিনি।
বিমান দুর্ঘটনায় বছর দুয়েক পর ক্রনিয়ের চাঞ্চল্যকর মৃত্যু হলে সেই ফিক্সিং কাণ্ডের গতি থমকে যায়। কিন্তু তত দিনে ব্রিটেনে পালিয়ে যান সঞ্জীব। তার বিরুদ্ধে ২০১৩ সালে চার্জশিট দায়ের করে দিল্লি পুলিশ। শেষমেশ তাকে দেশে আনতে সফল হয় দিল্লি পুলিশ। কিন্তু মাস তিনেকের মধ্যেই জামিন পেয়ে গেলেন।