কৌশলগত দিক দিয়ে আকবর বিশ্বেসেরাঃ স্টোনিয়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। ভারতের বিপক্ষে সেই অবিস্মরণীয় ফাইনালে চারটি চার ও একটি ছক্কায় ৭৭ বলে অপরাজিত ৪৩ রান করে দলকে শিরোপা জেতান আকবর। বাংলাদেশ ফাইনাল ম্যাচটি জিতেছিল বৃষ্টি আইনে, তিন উইকেটের ব্যবধানে।
অধিনায়ক হিসেবে আকবরকে বেশ কৌশলী মানেন তাঁর গুরু রিচার্ড স্টোনিয়ার। অনূর্ধ্ব-১৯ দলের এই স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচের মতে আকবর বেশ পরিপক্ক একজন অধিনায়ক। সে আর তাঁর সতীর্থরা অনেক উন্নতি করবে বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্রিকফ্রেঞ্জিকে ফেসবুক লাইভে তিনি এ সকল কথা জানান।
স্টোনিয়ার বলেন, 'ও (আকবর) এক কথায় প্রচণ্ড পরিশ্রমী, সাহসী। অধিনায়ক হিসেবে কৌশলগত দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা সে। এর প্রমাণ আমরা বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর দল। সব সময় হাসিখুশি থাকে, পরিশ্রমী, বয়সের হিসেবে অনেক পরিপক্ব। ভবিষ্যতে দেখবেন আকবর, হৃদয়, তামিম, সাকিব, শরিফুলরা নিজেদের সর্বোচ্চ পর্যায়ে যাবে।'
সেই সঙ্গে এখনই তাকে জাতীয় দলে দেখতে নারাজ এই কোচ। তিনি মনে করেন জাতীয় দলে খেলা বা অধিনায়কত্বের সময় আকবরের এখনও আসেনি। তার শেখার এখনও অনবেক কিছু রয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেন যে আকবরের ভবিষ্যত উজ্জ্বল।
কোচ বলেন, 'ধৈর্য ধরতে হবে সবাইকে। কারণ আকবরের এখনও অনেক কিছু শিক্ষা নেয়া বাকি আছে। আমারও আছে। আমরা সবাই সব সময় শিখতেই থাকি। ভবিষ্যতে কি হবে সেটা কেউই বলতে পারবে না। কিন্তু আমাদের হাতে অনেক সময় আছে, এগুলা নিয়ে ভাবার। যা হবে তা এমনিতেই হবে। কিন্তু তাঁর ভবিষ্যত উজ্জ্বল।'
আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির কোনো ট্রফি জয়ের স্বাদ পায়। সেই সঙ্গে বাংলাদেশের নামের পাশে বিশ্বসেরার খেতাবটাও জুড়ে দেয় তাঁর নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ জাতীয় দল।