promotional_ad

বিপিএলে সুযোগ আসলে ভেবে দেখবেন স্টোনিয়ার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার। চনমনে উদ্দীপ্ত মনোভাবের কারণে বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি। বাংলাদেশ দলের দায়িত্ব নেবার আগে কাজ করেছেন পাকিস্তান, আফগানিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে।


বাংলাদেশে দীর্ঘসময় কর্মরত থাকলেও কাজ করা হয়ে উঠেনি তাঁর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তবে সুযোগ পেলে বিপিএলে কাজ করতে আগ্রহী এই কোচ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন তিনি।



promotional_ad

স্টোনিয়ার বলেন, '২০১৮ সালে পিএসএলে কাজ করেছি আমি। অসাধারণ অভিজ্ঞতা ছিল, ফ্র্যাঞ্চাজি লিগে কাজ করার ক্ষেত্রে। একই বছর আফগানিস্তান প্রিমিয়ার লিগেও কাজ করেছি। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কারণে বিপিএলে কাজ করতে পারিনি।'


রিচার্ড স্টোনিয়ার মনে করেন বাংলাদেশের নিজস্ব অনেক প্রতিভাবান ট্রেইনার রয়েছে যারা কিনা পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে আরও ভালো কিছু করতে সক্ষম। সেই সঙ্গে সুযোগ পেলে সামনের বিপিএলে তিনি কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।


স্টোনিয়ার বলেন, 'এখানকার লোকাল এবং ট্রেনাররা অনেক প্রতিভাবান আমি দেখেছি। তারা যথেষ্ট সুযোগ পেলে আরও উঠে আসবে। তারপরও এই বছরের শেষে যদি সুযোগ আসে তাহলে দেখা যাক।'



করোনার প্রকোপে বর্তমানে বন্ধ রয়েছে দেশের সকল প্রকার ক্রিকেট খেলা। লকডাউনে সবাই অলস সময় পার করলেও বসে নেই স্টোনিয়ার। লম্বা ছুটিতে তিনি সময় দিচ্ছেন তাঁর পরিবারকে। তিনি বলেন, 'এই মুহূর্তে পরিবারকে সঙ্গে আছি, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছি, লক্ষ লক্ষ বাংলাদেশীকে সাহায্য করছি ভিডিওর মাধ্যমে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball