শোয়েবের বিরুদ্ধে মানহানি মামলা পিসিবির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিতর্ক এবং শোয়েব আখতার, এ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। যেখানেই সোয়েব আখতার, সেখানেই কোনো না কোনো বিতর্কের সৃষ্টি হবেই। এটা যেন বর্তমানে স্বভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রায় সময়ই বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন সাবেক এই পাক পেসার। অনেক সময় মন্তব্য করতে গিয়ে আক্রমণাত্মক কথা বলে বসেন তিনি। করে বসেন অনধিকার চর্চা। তারই খেসারত দিতে হচ্ছে সাবেক এই পেসারকে। এবং তা বেশ ভালোভাবেই। শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলার পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল পিসিবি? সম্প্রতি উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞার শাস্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সাবেক এই স্পিড স্টার। সরাসরি প্রশ্ন তুলেছেন পিসিবির আইন পরামর্শক তাফাজ্জুল রিজভির আইনি দক্ষতা নিয়ে। এখানেই থেমে থাকেননি শোয়েব, করেছেন ব্যাঙ্গাত্মক মন্তব্যও।
শোয়েবের এমন আচরণ উসকে দিয়েছে পাকিস্তানের গোটা আইন বিভাগকে। যার ফলশ্রুতিতে দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। পিসিবির আইনি পরামর্শক তাফাজ্জুল এই মামলা দায়ের করেন। এমনকি শোয়েবের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে অভিযোগও দায়ের করেছেন তফাজ্জুল।
সাবেক এই পেসারের এহেন আচরণে বিরক্ত পাকিস্তানের বার কাউন্সিলও। তারা এক বিবৃতিতে শোয়েব আখতারকে ‘শব্দ চয়নে’ আরও সতর্ক হতে বলেছে। বিবৃতিতে তারা বলেছেন, ‘আইন বিভাগের কারো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে শোয়েবের আরও সতর্ক হওয়া উচিত।’
শোয়েব আখতারের এমন মন্তব্যে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডও। পিসিবি তাদের এক বিবৃতিতে জানায়, ‘শোয়েব যে ধরনের মন্তব্য করেছে তা একেবারেই অনুপযুক্ত এবং অসম্মানজনক। কোনও সভ্য সমাজ এমন আচরণ মেনে নেবে না। এই ঘটনায় পিসিবির আইন পরামর্শক তাফাজ্জুল রিজভি স্বয়ং শোয়েবের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলার প্রক্রিয়া শুরু করেছেন। পিসিবি মনে করে তার এটি করার সম্পূর্ণ অধিকার রয়েছে।’