বৈধ টেম্পারিংয়ের বিপক্ষে ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বল টেম্পারিংয়ের দায়ে ২০১৮ সালে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সেই ঘটনার ২ বছর পর খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৈধ করতে যাচ্ছে বল টেম্পয়ারিং। বল চকচকে করতে লালার ব্যবহার থামাতে এই উদ্যোগ আইসিসির। ফলে বল চকচকে করতে ভ্যাসলিন বা একই প্রকারের পিচ্ছিল পদার্থ ব্যবহারের প্রচলণ করতে যাচ্ছে আইসিসি।
বল চকচকে করতে লালার ব্যবহার ক্রিকেটের শত বছরের ঐতিহ্য। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবার পর আবার যেন সংক্রমণ না ছড়ায় সে জন্য ক্রিকেট বলে লালার ব্যবহার উঠে যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু শত বছরের এই পুরাতন রীতি উঠিয়ে দিলে কোনো কার্যকর ফলাফল আসবে না বলে অভিমত ওয়ার্নারের। যেই টেম্পারিংয়ের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল আজ সেই টেম্পারিংয়ের বিপক্ষে দাঁড়িয়ে ওয়ার্নার।

ওয়ার্নারের লালা ব্যবহারের প্রথা বাতিল হলেও তাতে সন্দেহ রয়েছে। তাঁর মতে যেহেতু খেলোয়াড়রা এখনও ড্রেসিংরুম ভাগ করে নেবে, তাই শুধুমাত্র বলের উপর দিয়ে ভাইরাস সংক্রমণ হবে তা আশা করাটা সমীচীন নয়। শুধু থুতু প্রথা বাতিল করলেই যে সমাধান হয়ে যাবে এটি মানতে নারাজ এই অজি ব্যাটসম্যান।
সম্প্রতি ক্রিকেট ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ওয়ার্নার বলেছেন, "এটি (লালা দিয়ে বলটি চকচকে করছে) কয়েক শত বছরের ঐতিহ্য। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়েছে কেউ এমন কথা আমি মনে করতে পারছি না। আপনি ড্রেসিংরুম আলাদা করছেন না, ফলে সব কিছুই আপনাকে ভাগাভাগি করে ব্যবহার করতে হচ্ছে। তবে শুধু একটা বিষয়েই কেন সমস্যা হচ্ছে আপনাদের?'
'আমি নিশ্চিত নই আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। সে সম্পর্কে মন্তব্য করার সুযোগ আমার নেই। আইসিসি এবং প্রশাসনিক সংস্থাগুলি এই সিদ্ধান্ত নেবে।'
সম্প্রতি আইসিসি ক্রিকেট বলে লালার পরিবর্তে বিকল্প উপকরণ ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। এতে করে অনেক বোলার যেমন খুশি হয়েছেন আবার অনেককে দেখা গেছে সম্পূর্ণ বিপরীত মূর্তিতে। তবে আইসিসি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় নি।