আইপিএল নাকি বিশ্বকাপ?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী করোনাভাইরাস থমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। হুমকির মুখে পড়েছে ক্রিকেটের স্বাভাবিক সূচী। বেশ কিছু সিরিজ ইতোমধ্যেই বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে শঙ্কা রয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়েও।
গেল সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই বিশ্বকাপ নিয়ে আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এদিকে অস্ট্রেলিয়া সরকার তাদের দেশের লকডাউন অক্টোবর পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত ইতোমধ্যেই দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও পূর্বের সূচী মেনেই বিশ্বকাপ আয়োজনে মরিয়া আইসিসি। কিন্তু সেটা কার্যতই অসম্ভব বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বিসিসিআইয়ের মতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও সূচী মেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা একেবারেই অসম্ভব। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা স্থানীয় এক সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই কর্মকর্তা বলেন, 'সত্যি কথা বলতে কি অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি অবাস্তব বলে মনে হয় এবং এমনকি সেই সময়ের প্রচুর লোক একত্রিত করার চিন্তা করাটাও বোকামি। এই পর্যায়ে আপনি জানেন না কখন আন্তর্জাতিক ভ্রমণ নিরাপদ হবে কিনা। কেউ বলছেন জুনে এর প্রাদুর্ভাব কমবে, কেউবা সেই সময়টা আরো দীর্ঘ বলছেন।'
সেই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন দর্শক এবং খেলোয়াড়দের যাতায়াত করা এবং অন্য দেশের অংশগ্রণ করা নিয়েও। তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিমান পরিষেবা কবে থেকে চালু হবে কিংবা নিরাপদ হবে, তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। আমার বেশ সংশয় রয়েছে অস্ট্রেলিয়া কিংবা আইসিসির এত বড় ইভেন্টের সঙ্গে যুক্ত সবার জীবনের নিশ্চয়তা দিতে পারবে কিনা সেই বিষয়েও। তাছাড়া বিশ্বকাপ খেলিয়ে দেশগুলোর সরকার তাদের দলকে অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি কি দেবে?'
করোনার কারণে একটি সাংঘর্ষিক সূচী তৈরী হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং টি-২০ বিশ্বকাপের ভেতর। যার কারণে ইতোমধ্যেই গুঞ্জণ উঠেছে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে সেই সময়টাতে আইপিএল আয়োজন করার। যদিও আইসিসি জানিয়ে দিয়েছে জুলাইয়ের আগে তাঁরা বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনাই করছে না।