promotional_ad

ক্রিকেটারদের জন্য অনলাইন ক্লাস চালু করলো পিসিবি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। থমকে গেছে ক্রিকেটবিশ্ব। গৃহবন্দী অবস্থায় দিন পার করছেন ক্রিকেটাররা। ফলে ক্রিকেটাররা পার করছেন অলস সময়। ক্রিকেটারদের এই সময় মানসিকভাবে সুস্থ রাখতে অভিনব পন্থা অবলম্বন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটারদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করছে বোর্ডটি, যেখানে শিক্ষক হিসেবে থাকবেন সাবেক পাক কিংবদন্তি ক্রিকেটাররা।


পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান-বোলার-স্পিনার ও উইকেটকিপাররা তাদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের বিভিন্ন পরামর্শ দেবেন এই অনলাইন ক্লাসে। পিসিবি এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এই তালিকায় রয়েছেন সাবেক গ্রেট ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আকতার, মুশতাক আহমেদ, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, মঈন খান, রশিদ লতিফরা।


promotional_ad

ব্যাটিং, পেস ও স্পিন বোলিং আর উইকেটকিপিং – চার বিভাগে ভাগ করে কথা বলবেন সাবেকরা। মিয়াঁদাদ, ইউসুফ ও ইউনিস ক্লাস নেবেন ২১ ব্যাটসম্যানের, ১৩ ফাস্ট বোলারের জন্য ওয়াসিম-শোয়েব, ৬ স্পিনারের সঙ্গে জ্ঞান ভাগাভাগি করবেন মুশতাক, আর মঈন ও রশিদ ক্লাস নেবেন ৫ উইকেটকিপারের।


পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক বলেন, 'তরুণদের জন্য দারুন এক সুযোগ তৈরি করে দিল পিসিবি। দেশের কিংবদন্তি ক্রিকেটারদের অভিজ্ঞতা শুনবেন, সেখান থেকে উপকারী হবে তারা। এছাড়া বিভিন্ন পরামর্শ পাবে সকলে। আমি আশা করবো, তরুণ ক্রিকেটাররা তাদের কাছ থেকে সেরাটাই পাবে ও নিজেদের মধ্যে ধারণ করতে সক্ষম হবে। এমন কিংবদন্তিদের কাছ থেকে শেখার এমন সুযোগ আর পাবে না। কারন ক্রিকেট শুরু হয়ে গেলে, সকলেই ব্যস্ত হয়ে পড়বে।'


এর আগে অনলাইনে খেলোয়াড়দের ফিটনেস টেস্টের ব্যবস্থা করেছিল বোর্ডটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball