নিলামে উঠছে সৌম্য-লিটনসহ চার ক্রিকেটারের স্মারক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের করোনায় বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে ইতোমধ্যেই বিত্তবানদের পাশাপাশি এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। অনুদান যোগাতে নিজের প্রিয় ক্রিকেট স্মারক তুলছেন নিলামে। ইতোমধ্যেই সাকিব আল হাসান তাঁর বিশ্বকাপের ব্যাটটি নিলামে বিক্রি করেছেন। আর মাশরাফি বিন মুর্তজা এবং মুশফিকুর রহিম তোলার প্রস্তুতি নিচ্ছেন।
সাকিব, মাশরাফি এবং মুশফিকের দেখানো পথে এবার হাঁটতে যাচ্ছেন দেশের আরও চার ক্রিকেটার। এরা হলেন- লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয়। নিলাম প্রতিষ্ঠান "অকশন ফর অ্যাকশন" এর অধীনে এই চার ক্রিকেটারের ক্রিকেটীয় স্মারক নিলামে উঠানো হবে। প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার প্রীতো রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন দাস যে ব্যাটটি দিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে একটি স্মরণীয় সেঞ্চুরি করেছিলেন সেটি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য একটি দুর্দান্ত ১৪৯ রান করেছিলেন। বাঁহাতি করোন ভাইরাস মহামারীতে ভুগছেন এমন অভাবী লোকদের সহায়তা করার জন্য সেই ব্যাট নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে।
তাসকিন আহমেদ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা হ্যাট্রিকের বলটি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ২০১৪ এশিয়া কাপে এনামুল পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটটি নিলাম করবেন।
এর আগে সাকিব আল হাসান তাঁর গেল বিশ্বকাপে ব্যবহৃত ব্যাটটি নিলামে তুলেছিলেন। ২০ লক্ষ টাকায় ব্যাটটি বাগিয়ে নিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশী। মুশফিক টেস্ট ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট তুলতে যাচ্ছেন নিলামে। আর মাশরাফি তাঁর জার্সি এবং ব্রেসলেট নিলাম করবেন বলে ঘোষণা দিয়েছেন।