আদর্শ টেস্ট ক্রিকেটার হতে পারতেন আফ্রিদি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিত শহীদ আফ্রিদি। এই দুই ফরম্যাটে পাকিস্তানের এই ক্রিকেটারের ক্যারিয়ার লম্বা হলেও টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। মাত্র ২৭ টেস্ট খেলেই ২০১০ সালে সাদা পোশাককে বিদায় বলে দেন আফ্রিদি।
টেস্ট ছাড়লেও খেলা চালিয়ে গেছেন বাকি দুই ফরম্যাট। দেশের হয়ে ৩৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টি খেলা এই আফ্রিদির টেস্ট ক্যারিয়ার আরও লম্বা হতে পারতো বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার।

তাঁর মতে, আদর্শ টেস্ট ক্রিকেটার হওয়ার সকল গুণাবলি ছিল এই অলরাউন্ডারের মধ্যে। এছাড়া টেস্ট না ছাড়ার জন্য সাবেক এই অলরাউন্ডারকে পরামর্শও দিয়েছিলেন রশিদ লতিফ।
রশিদের পরামর্শ অবশ্য কানে দেননি আফ্রিদি। ২৭ টেস্টে ৪৮ উইকেট এবং ১৭১৬ রান করা এই ক্রিকেটার লঙ্গার ভার্সনে মানিয়ে নিতে নিজেকে আরও সময় দিতে পারতেন বলে ধারণা সাবেক এই উইকেটরক্ষকের।
সম্প্রতি পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে রশিদ বলেন, 'এতো দ্রুত টেস্ট ছাড়া উচিত হয়নি আফ্রিদির। কারণ তাঁর রেকর্ড অনেক ভালো ছিল। আমরা তাকে পরামর্শও দিয়েছিলাম কিন্তু সে মনস্থির করে ফেলেছিল যে টেস্ট খেলবে না।'
শোয়েব আখতার বলেন, 'আমি সব সময় আফ্রিদিকে বলেছি ওয়ানডের তুলনায় তুমি টেস্টে অনেক ভালো। আমি বিশ্বাস করি সে ব্যাটসম্যানের তুলনায় অনেক ভালো বোলার ছিল।'
২০০৬ সালে টেস্ট থেকে সাময়ীক অবসরে যান আফ্রিদি। ওয়ানডে ফরম্যাটে সম্পূর্ণ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চার বছর পর পাকিস্তানের অধিনায়ক হয়ে টেস্টে ফেরেন এই অলরাউন্ডার। কিন্তু দুই ম্যাচ খেলেই আবারও টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন তিনি।