promotional_ad

প্রথম শ্রেণীর ক্রিকেটারদের অনুদান এখনও পায়নি কোয়াব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনার দুর্গত মানুষদের সাহায্যার্থে প্রথম শ্রেণীর ৯১ জন ক্রিকেটার তাদের অর্ধেক বেতন ক্রিকেটারের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশকে (কোয়াব) দেয়ার ঘোষণা দিয়েছিলেন অনেক আগেই। কিন্তু ঘোষণা দেবার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও ক্রিকেটারদের সেই অনুদান এখনও বুঝে পায়নি বলে দাবী কোয়াবের।


শনিবার (২৫ এপ্রিল) এমনটাই দাবী করেছেন কোয়াবের সচিব দেবব্রত পাল। তিনি জানান যে করোনাভাইরাস আক্রান্তদের জন্য তাঁরা ত্রাণ কার্যক্রম শুরু করতে পারেননি কারণ প্রথম শ্রেণির ক্রিকেটারদের প্রতিশ্রুত তহবিল এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি।



promotional_ad

দেবব্রত পাল সাংবাদিকদের বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেটাররা মার্চ পর্যন্ত বেতন পেয়েছিল এবং তারা তাদের বেতনের অর্ধেক অনুদান দিতে চেয়েছিল যা তারা এপ্রিলে প্রত্যাশা করে। কোয়াব সভাপতি নাইমুর রহমান সম্প্রতি বিসিবির হিসাবরক্ষক মান্নান ভাইয়ের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন শীঘ্রই তারা অনুদান আমাদের অ্যাকাউন্টে জমা দেবেন।'


তবে ইতোমধ্যে চেক প্রস্তুত হওয়ায় শীঘ্রই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পাবেন বলে তারা আশা করছেন। তবে একাধিক সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে এখনও তা জমা দেওয়া যায়নি।


কোয়াবের এই সচিব বলেন, 'আমাদের ধানমন্ডি শাখা ওয়ান ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু চলমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং চালু থাকায় এই শাখাটি এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চেক প্রস্তুত এবং এটি আগামী এক বা দুই কার্যদিবসের মধ্যে জমা দেওয়া হবে।'



তহবিল পাওয়ার পরে তাদের কমিটির সদস্যরা কীভাবে অনুদানের মাধ্যমে দরিদ্র জনগণের সহায়তা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান কোয়াবের এই কর্মকর্তা।


'আমরা প্রেস বিজ্ঞপ্তিতে যেমনটি বলেছি, আমরা করোনাভাইরাস মহামারী দ্বারা ক্ষতিগ্রস্থ লোকদের সহায়তা করার চেষ্টা করব। আমরা যখন তহবিল পাবো, আমরা কমিটির সদস্যদের সাথে এটি নিয়ে আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব যে কীভাবে আমরা কার্যকরভাবে জনগণকে সহায়তা করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball