শচীনের রেকর্ড ভাঙবেন কোহলি?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতকের গর্বিত মালিক ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ক্রিকেট ঈশ্বরের গড়া সেই রেকর্ড এখন পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি কারো পক্ষে। তবে সেই দিন খুব বেশি দূরে নয় বলে মনে করেন সাবেক অজি পেসার ব্রেট লি। তিনি মনে করেন এই রেকর্ড ভাঙার সামর্থ্য রয়েছে একমাত্র বিরাট কোহলিরই।
গুঞ্জন চলছে অনেক দিন ধরেই শচীনের সেই রেকর্ড ভাঙা নিয়ে। তারই রেশ ধরে নতুন তর্কের জন্ম দিলের সাবেক এই গতি তারকা। ব্রেট লির মতে ছন্দ ধরে রাখতে পারলে আগামী ৭-৮ বছরের মধ্যে শচীনের রেকর্ড অবশ্যই ভেঙে দিতে পারেন কোহলি।
ব্রেট লির মনে করেন টেন্ডুলকারের অবিশ্বাস্য ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হলে প্রয়োজন মাত্র ৩টি জিনিসের। প্রতিভা, ফিটনেস এবং দৃঢ় মানসিকতা। আর এই তিনটি গুণই কোহলির আছে বলে মনে করেন এই সাবেক অজি ফাস্ট বোলার।
লি বলেন, 'কোহলির প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। যে কারণে প্রতিভা কোনও বাধা হবে না। কোহলির ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। আমি মনে করি, শচীনের রেকর্ড ভাঙার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হবে ফিটনেস। আর সর্বশেষ যেটি প্রয়োজন সেটি হল দৃঢ় মানসিকতা। এর প্রমাণ আমরা দেখেছি দেশের বাইরের ম্যাচগুলোতে।'

তিনি আরও বলেন, 'শচীনের রেকর্ড ভাঙার জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন, তার সবই কোহলির আছে। কিন্তু মনে রাখতে হবে আমরা শচীনের কথা বলছি। এক জন ‘ঈশ্বর’কে পিছনে ফেলার কথা বলছি। তাই দেখা যাক কী হয়। তবে কোহলি এখন যেভাবে খেলছে, তাতে মনে হচ্ছে সাত-আট বছরের মধ্যে এই রেকর্ড সহজেই ভেঙে দিতে পারবে ও।'
৪৬৩ টি ওয়ানডেতে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি। সর্বাধীক সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছেন কোহলি। ২৪৮ ম্যাচে ভারত দলপতি ঝুলিতে পুরেছেন ৪৩টি শতক।
লাল বলেও সর্বাধিক সেঞ্চুরি করার তালিকার শীর্ষে রয়েছেন শচীন। ২০০ টেস্টে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫১ টি। অপরদিকে ৮৬ টেস্টে কোহালির সংগ্রহ ২৭ সেঞ্চুরি। অর্থাৎ কিংবদন্তি শচীনের রেকর্ড ভাঙতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো ৩১টি সেঞ্চুরি করতে হবে কোহালিকে।