promotional_ad

এবার ১৩৩টি পরিবারের কাছে পৌঁছালো মাহমুদউল্লাহর উপহার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খেটে খাওয়া মানুষজন। এই কঠিন সময়ে এই দুস্থ এবং অসহায়দের প্রতি অন্য সবার মতোই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের ক্রিকেটাররা। 


মাশরাফি, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপুর পর এবার মানবতার সেবায় হাত বাড়িয়ে দিলেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার ও টি ২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি নামক ময়মনসিংহের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালেন এই ক্রিকেটার।


রিয়াদের অর্থায়নে ১৩৩টি পরিবারের ভেতর ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বিষয়টি নিশ্চিত করেছেন।



promotional_ad

ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেন, 'হঠাৎ করেই জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ভাই আমাকে ফোন করেন, কথার মাঝে তিনি বলেন প্লাবন ভাই আপনাদের কাজ গুলো আমার খুব ভাল লাগে তাই আমিও কিছু সহযোগীতা করতে চাই আপনাদেরকে।' 


আজ (২৪ এপ্রিল) উনার অর্থায়নে ১৩৩ টা পরিবারকে আমরা বাজার পৌছিয়ে দিতে পেরেছি। আমাদের মতো ক্ষুদ্র মানুষদের উনি নিজ থেকে খুঁজে বের করেছেন এটাই আমাদের অনুপ্রেরণা।'


এর আগে নিজ এলাকা নড়াইলে ব্যক্তিগত তহবিল থেকে ১২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাও চালু করেন তিনি। শুধু তাই নয়, কারাবন্দীদের নিরাপত্তার স্বার্থে সাবান, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণও করেছেন তিনি।


‘ফুটস্টেপস’ নামক একটি সামাজিক সংগঠনের সঙ্গে যোগ দিয়ে সুবিধাবঞ্চিতদের সাহায্যে অনুদান দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। ২০০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিতরণ করে এগিয়ে এসেছিলেন মোসাদ্দেক হোসেন। পাশে দাঁড়িয়েছিলেন তৃতীয় লিঙ্গের মানুষদেরও।



এদিকে বাগেরহাটের জনগণের জন্য ২০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন রুবেল হোসেন। আর সাবেক জাতীয় দলের পেসার সৈয়দ রাসেল এগিয়ে এসেছেন ৫০০ মানুষের সাহায্যার্থে। আর রাজশাহীতে ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন সাব্বির রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball