বিশ্বকাপ-আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের পরবর্তী নিজেদের কর্ম-পরিকল্পনা সাজাতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১২ পুর্ণাঙ্গ সদস্য এবং তিন সহযোগী সদস্য নিয়ে এক আলোচনায় বসে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অনেক দ্বিপক্ষীয় সিরিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার কথা ছিলো এই বৈঠকে।
কিন্তু আইসিসির এই সভায় আলোচনা হয়নি এ সকল টুর্নামেন্ট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজামউদ্দিন বলেন, 'আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। কখন খেলা মাঠে ফিরতে পারে, কখন কোন দেশ পুনরায় ম্যাচগুলো শুরু করতে চায় এই সমস্ত বিষয়ে আর কি। আমরা জানি না কখন এই সমস্যা থেকে মুক্তি পাব। সুতরাং তথ্যের আদান-প্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
বিসিবির এই প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন আগামী জুলাইয়ে টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি। তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রাথমিকভাবে পূর্বের সূচী অনুযায়ী অপরিবর্তিত রয়েছে এবং আইসিসির সভা নির্ধারিত হওয়ার পরে জুলাইয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে পুরো ক্রিকেটাঙ্গন। বেশ কিছু সিরিজ বাতিল হওয়ার পাশাপাশি শঙ্কা দেখা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। সেই সঙ্গে পিছিয়ে যাবার সম্ভাবনা উঁকি দিচ্ছে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপেরও।