ভারতীয়দের নিয়ে বিস্ফোরক মন্তব্য ইনজামামের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এবং ভারতের মধ্যকার দ্বৈরথটা বেশ পুরনো। রাজনৈতিক প্রেক্ষাপটে তো বটেই, ক্রিকেট খেলাতেও দুই দেশের মাঝে আক্রমণাত্মক মনোভাব পরিলক্ষিত হয় বারংবার। পূর্বে অনেকবার ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কথার লড়াইয়ে জড়িয়ে পড়তে দেখা গেছে।
এমনকি ক্রিকেটারদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন দুই দেশের কিংবদন্তি ক্রিকেটাররা। এবার নতুন করে এই আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। ভারতের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

ইউটিউবে নিজ দেশের আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে রোহিত, কোহলিদের স্বার্থপর দাবি করেছেন ইনজামাম। ভারতের ব্যাটসম্যানেরা দলের জন্য নয়, বরং নিজের জন্য খেলতে বেশি পছন্দ করেন বলে মন্তব্য করেন তিনি।
ইনজামাম বলেন, 'আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলতাম, কাগজ কলমে ওদের ব্যাটিং আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি ৩০-৪০ রানও করত, তবে তা হতো দলের জন্য। আর, ভারতের কেউ সেঞ্চুরি করলেও তা নিজের জন্য খেলে করতো। দুই দলের মধ্যে এটাই ছিল তফাত।'
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার পার করেছেন ইনজামাম উল হ। ১২০টি টেস্টের পাশাপাশি খেলেছেন ৩৭৮টি ওয়ানডে। যেখানে টেস্টে ৪৯.৬০ গড়ে ৮ হাজার ৮৩০ রান সংগ্রহ করেন তিনি। রয়েছে ২৫টি সেঞ্চুরি এবং ৪৬টি হাফ সেঞ্চুরি।
এছাড়া ওয়ানডেতে ৩৯.৫২ গড়ে ১ হাজার ৭৩৯ রান সংগ্রহ করেন পাকিস্তানের সাবেক এই দলপতি। যেখানে ১০টি সেঞ্চুরি এবং ৮৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।