বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে আবার খেলতে চান সাকিব

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পারফরম্যান্স বিবেচনায় টুর্নামেন্ট সেরার দৌড়ে বেশ বেশ এগিয়েও ছিলেন তিনি।
এতো এতো অর্জনের মাঝে আজও তাকে পোড়ায় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। ৪১ বলে ৪১ করে থেমে গিয়েছিল সেই ম্যাচে সাকিবের ইনিংস। কিন্তু তাঁর মনে আজও দগদগে ক্ষতের মত যন্ত্রণা দেয় সেই ম্যাচের স্মৃতি। কেননা সাকিবের সাজঘরে ফেরার পরই একপ্রকারে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।

ফের যদি যদি সুযোগ পেতেন তবে সাকিব সেই ম্যাচেটাই দ্বিতীয়বার খেলতে চান। বুধবার (২২ এপ্রিল) বিশ্বকাপে তাঁর ব্যবহার করা ব্যাটটি করোনায় দুর্গত মানুষদের সহায়তার লক্ষ্যে অনুদান যোগাতে নিলামে তুলেন তিনি। সে সময় ফেসবুক লাইভে দর্শকের করা এক প্রশ্নের জবাবে তিনি এ সকল কথা জানান।
সাকিব বলেন, 'একটা ম্যাচেই (অস্ট্রেলিয়ার বিপক্ষে) অপূর্ণতা ছিলো আর কি বিশ্বকাপের। যেহেতু বিশ্বকাপের সময়ের কথা হচ্ছে আর ব্যাটটাও বিশ্বকাপের সময় ব্যবহার করা। তাই সে সময়ের কথাই বলি। ওই একটা ম্যাচেই অপূর্ণতা ছিল। এটা অবশ্যই ব্যক্তিগত দিক থেকে। অস্ট্রেলিয়ার সাথেই খেলতে চাইবো আবার স্কোরটাকে আরও ভালো করার জন্য।'
'ব্যক্তিগত অপূর্ণতা থেকে সেটা আবার শুরু করতে চাইবো। কিন্তু ৪১ রান থেকে ইনিংস শুরু করবো। শূণ্য থেকে করতে গেলে স্কোর কম হতে পারে। তাই ৪১ থেকে আবার শুরু করবো।'
করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'অকশন ফর অ্যাকশন' পেইজের মাধ্যমে ব্যাটটি বিক্রি হয়েছে।
সাকিবের ঐতিহাসিক ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। বাংলাদেশের এই সাবেক অধিনায়কের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি। এর আগে ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয় ৫ লক্ষ টাকা। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার। এ ছাড়া এই ব্যাট দিয়ে ১৫০০'র মতো রান করেছেন সাকিব।